সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মিথ্যা মামলায় আসামি করায় শাবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কতিপয় নিরপরাধ শিক্ষার্থীকে মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মিথ্যা মামলায় প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন,”গত পরশু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে মিথ্যা মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে অতিসত্বর যেন এ মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় এবং নিরপরাধ শিক্ষার্থীদের এ মামলা থেকে মুক্তি দেওয়া হয়। আমাদের ২৪ এর বিপ্লবের স্পিরিট ছিল যে, যাতে কোন নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া না হয়, একইসাথে কোন অপরাধী ব্যক্তিকে যাতে ছাড় দেওয়া না হয়। পূর্বের ফ্যাসিবাদী সরকার ভিন্নমত পোষণ করলেই তাদেরকে হামলা-মামলা দিয়ে দমায়ে রাখতো। আজকে আপনি কোন একটা ঘটনার প্রেক্ষিতে মামলার করলে, এ মামলায় যারা প্রকৃতপক্ষে অপরাধী, তাদেকে আপনি আসামি করতে পারেন। কিন্তু ওই মামলায় যারা পূর্বে ছাত্রলীগ করতো বা অন্য কোন কারণে আপনি তাদেরকে আসামি করে দিবেন, এটাও তো কোনভাবে যৌক্তিক না।

শিক্ষার্থীরা আরও বলেন, এ মিথ্যা মামলা কারা করছে, কোন উদ্দেশ্যে করছে, তাদেরকে চিহ্নিত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে। কোন দল বা গোষ্ঠী এ মামলা করছে তাদেরকে জনসম্মুখে আনতে হবে। এতে বুঝা যাবে আসলে কারা শিক্ষার্থীদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়, সাস্টিয়ানদের সম্প্রীতি নষ্ট করতে চায়। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে আর বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্তিক চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির রহমান প্রমুখ।

এদিকে এদিন দুপুরে ৭৯আসামি বিশিষ্ট এ মামলায় নিরপরাধ শিক্ষার্থীদের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে সাধারণ শিক্ষার্থী নামে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

জানা যায়, এ মামলার ২ নম্বর স্বাক্ষী হিসেবে নাম এসেছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ফয়সাল হোসেন। অথচ এ দায়েরকৃত মামলার বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।

এ বিষয়ে ফয়সাল বলেন, “আমি এই বিষয়ে অবগত নই। আমাকে বিতর্কিত করার জন্য স্বার্থন্বেষীগোষ্ঠী এ মামলায় স্বাক্ষী হিসেবে আমাকে ফাঁসিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে মিথ্যা হয়রানি মূলক মামলার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব।”

এ মামলায় বাদী পক্ষের আইনজীবী শাহেদ আহমদ বলেন, ২২ সেপ্টেম্বর ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই হামলায় আহত মারুফ আহমেদের পক্ষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হামলা মামলা দায়ের করেন মো. কামাল পারভেজ (৪৩)। মামলা তদন্তের জন্য পি বি আইকে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো এফ আই আর হয়নি। যদি কেউ নিরপরাধ থাকে তাদের নাম বাদ দেওয়া হবে।

মামলার এজহারে দেখা যায়, শাবিপ্রবি সাবেক ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে ১ নম্বর আসামি ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে ২ নম্বর আসামী করা হয়েছে। পাশাপশি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান করা কয়েকজন ছাত্রলীগকর্মীর সঙ্গে বেশকয়েকজন নিরপরাধ শিক্ষার্থীদেরকে এই মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মামলার এজহারে আরও দেখা যায়,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন আওয়ামী লীগ, যুবলীগ নেতাকে আসামী করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: