সর্বশেষ আপডেট : ৩৭ মিনিট ৭ সেকেন্ড আগে
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভাঙ্গন আতঙ্কে খোয়াই নদীর বাঁধে আশ্রয় নিয়েছেন এলাকাবাসী

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় খোয়াই নদীর শায়েস্তাগঞ্জ পয়েন্টে পানি ১১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এমন পরিস্থিতিতে চরম ঝুঁকিতে আছে শহর প্রতিরক্ষা বাঁধ

এর আগে সন্ধ্যা থেকেই শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকায় ভাঙ্গন আতঙ্ক দেখা দেয় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে। আতঙ্কে অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নেন নদীর বাধে। নদীর বাঁধ উপচে পানি আসার শঙ্কা দেখা দিলে রাত জেগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংঘটন ও স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে মাটি ভর্তি বস্তা দিয়ে মেরামত করেন। পরবর্তীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সকাল থেকে আবারো কাজ শুরু করেন সেচ্ছাসেবীসহ স্থানীয়রা

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আলাপুর ও কলিমনগর এলাকায় শতাধিক পরিবার নদীর বাঁধে আশ্রয় নিয়েছেন। তারা তাবু ও ত্রিপল টাঙিয়ে পরিবারের শিশু ও নারীদের নিয়ে অবস্থান করছেন সেখানে। তারা জানান, ভাঙন আতঙ্কে তারা নদীর বাধেই রাত কাটিয়েছেন।

এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আটটি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা ক্ষতিগ্রস্ত বাধঁ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, ‘এখন পর্যন্ত বাধ মেরামতের জন্য ৩ হাজারের উপরে বস্তা দেওয়া হয়েছে বর্তমানেও সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীরা মেরামত কাজ করছেন। বাধেঁ যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে সেল্টার সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। এখানে যারা শিশু ও নারী আছেন তাদেরকে সামগ্রিকভাবে ত্রাণ ও খাদ্য সহায়তা প্রদান করে তাদের পাশে থাকবো। আমরা চাই সবাই সেইফ থাকুক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: