cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ (এমপি) বলেছেন, সম্মানদানেই সম্মান প্রাপ্তি। গুণীজনদের সম্মান দিলে আল্লাহ নিজের সম্মান বাড়িয়ে দেন।
তিনি বৃহস্পতিবার (৭ মার্চ) উত্তর সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ গোয়াইনঘাট সরকারি কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষাবিদ সম্মিলন ও কলেজের সাবেক শিক্ষকবৃন্দের বিদায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
তিনি আরও বলেন, গোয়াইনঘাট কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যারা শ্রম, মেধা, অর্থ সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের নাম উল্লেখসহ একটি স্মৃতিচারণমূলক ইতিহাস বই আকারে প্রকাশ করা আবশ্যক৷ তিনি সাবেক অর্থমন্ত্রী এম.সাইফুর রহমান, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমসহ যারা এই কলেজের জন্য সহযোগীতা করে পৃথিবী থেকে চলেগেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন ৷
গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে এবং কলেজের শিক্ষক চিত্তরঞ্জন রাজ বংশী ও শিল্পী রানী’র যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, প্রাক্তন অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, ড. এনামুল হক সরদার, রেজাউর রহমান, জামাল উদ্দিন, সৈয়দ আলাউদ্দিন, অফিস সহকারি মোহাম্মদ আলী খোকন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের প্রভাষক ফারুক আহমদ। শুরুতেই অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আছলম, যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, সদস্য লুৎফুল হক, জেলা পরিষদের সদস্য সুবাস দাস, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, সদস্য নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ৷