cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
হবিগঞ্জের চুনারুঘাটের আমু চা বাগানের চিমটিবিল এলাকায় চা শ্রমিক বিষু মাল সনজু হত্যা মামলার আসামী শিপনকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
(৩ মার্চ) রবিবার ভোরে ময়মনসিংহ শেরপুর জেলার পৌর শহর এর একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অজিত তালুকদার।
জানা যায়, ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে চিমটিবিল লাইনের নিজ দোকানে ঘাতক রফিকের চুরিকাঘাতে আহত হয় বিষু মাল।চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে তার মৃত্যু হয়।এ ঘটনায় বিষু মাল সনজু’র ভাই বুদ্দেশ্বর মাল বাদী হয়ে রফিক ও শিপনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করে।
হত্যা মামলার বিচারের দাবী নিয়ে চা শ্রমিকরা মানববন্ধন করে।চুরিকাঘাতকারী ঘাতক প্রধান আসামী রফিক এখনো অধরা।ঘটনার মুল পরিকল্পনাকারী ঘাতক রফিকের ভায়রা ভাই ও নোহা গাড়ীর মালিক আমির আলীর দিকে আঙ্গুল তুলছে এখন সবাই।ঘাতক রফিক বিষু মাল কে চুরিকাঘাতের পুর্বে তার ভায়রা ভাই আমির আলী বাড়িতে থেকেই চিমটিবিল বিষুর দোকানে যায়।এবং চুরিকাঘাতের পর আবার তার ভায়রা আমির আলীর বাড়িতে এসে আত্মগোপন করে।একই বাগানের সাওতারলেন লাইনে আমীর আলীর বাড়িতে ২দিন আত্ম গোপনে ছিল ঘাতক রফিক।সে কথা জানান এলাকাবাসী।বিষু মাল সনজু হত্যার চুরি টি ও আমির আলীর বাড়িতে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয় চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, সীমান্তের কুখ্যাত মাদক ব্যবসায়ী সিপন কে জিজ্ঞাসাবাদ করলে খুনের রহস্য উদঘাটন হতে পারে।