cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সিলেটে ৭ এপিবিএন এর অভিযানে ১টি চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক করা হয়েছে।
শনিবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় ও সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমানের নেতৃত্বে সিলেট নগরীর তকদীর পয়েন্টস্থ পাওয়ার ডেভেলপয়েন্ট বোর্ড হাই স্কুলের সামনে অভিযান পরিচালনা করে ১টি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফকার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জালালাবাদ থানার পাঠানটুলা শ্রাবনঅ-১৯ এলাকার রাজু হোসেন ছেলে আহসান আহমেদ শরিফ (২২) ও সুবিধবাজার বনকলাপাড়া এলাকার মোঃ কামাল মিয়া ছেলে মোঃ রাকিব আহমেদ (২১)।
এসময় তাদের কাছ থেকে ১টি কালো খয়েরি মোটর সাইকেল ও সিলভার রংয়ের YAMAHA R15 V2 150 সিসি যাহার চেসিস নং-2CL11200735, এবং ইঞ্চিন নং- 2CL1001761 উদ্ধার করা হয়।
এস আই আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে কোতয়ালী থানা এসএমপি সিলেট, এজাহার দায়ের করেন।
টুইট