সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

এখনও অপেক্ষায় জয়া

ডেইলি সিলেট ডেস্ক ::

এখনও তার মনের মতো চরিত্র পাননি বলে জানিয়েছেন ঢাকাই ও কলকাতার চলীচ্চত্রের নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে দেয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন জয়া। যাতে উঠে এসেছে ঢালিউড-টলিউড, ইরানের ফজর চলচ্চিত্র উৎসব ও ক্যারিয়ারে চরিত্র বাছাইসহ নানা প্রসঙ্গ।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন জয়া। সেই হিসেবে প্রায় ২০ বছর হয়ে গেল সিনেদুনিয়ায়। তবে তিনি কি এরই মধ্যে সেরা চরিত্রটি পেয়েছেন? জয়া বললেন, ‘আমি অপেক্ষায় রয়েছি। শিল্পী হিসেবে আমি স্বার্থপর হতেই পারি। তাই মনে হয়, এখনও সেই চরিত্রটি পাইনি।’

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) একইদিনে দুই বাংলায় মুক্তি পাচ্ছে তাঁর দুটি ছবি। একটি নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, অন্যটি পশ্চিমবঙ্গের সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’। কোন সিনেমাটিকে তিনি এগিয়ে রাখছেন? এমন প্রশ্নকে কিছুটা এড়িয়ে জয়া বললেন, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আমি কলকাতায় থাকব। কিন্তু চাই দুটো ছবিই যাতে দুই দেশের দর্শক দেখেন।

এদিকে প্রায় ১১ বছর ধরে টলিউডে অভিনেত্রী। একে একে উপহার দিয়েছেন ‘আবর্ত’, ‘রাজকাহিনী’, ‘ঈগলের চোখ’, ‘বিনিসুতোয়’, ‘দশম অবতার’, ‘অর্ধাঙ্গিনী’র মতো উল্লেখযোগ্য সিনেমা। সেই টলিউডের পরিস্থিতি নিয়ে জয়ার ভাষ্য, করোনার পর তো এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। স্বাধীন ছবিও তৈরি হচ্ছে। কিন্তু একসঙ্গে আরও ভালো ছবি প্রয়োজন। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আরও একটা জিনিস, দর্শককে আমরা ইন্ডাস্ট্রির লোকেরা একটু ‘বোকা’ভাবি। সেটা ঠিক নয়।

এদিকে, বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে জয়া বলেন, বাংলাদেশে আমরা অনেক বেশি ইন্টারেস্টিং চরিত্র পাই। সেখানে খারাপ ছবিও রয়েছে। কিন্তু আমার দেশের ছবিতে প্রেমটা প্রচণ্ড বেশি থাকে। টলিউডে সেটা একটু কম মনে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও অনেক ভালো কাজ এখানে হচ্ছে। টলিউডে নতুনদের সঙ্গেও কাজ করতে চাই। সিনিয়ররা যেন আরও ডায়নামিক চরিত্রে আমাকে ভাবেন, সেটাই চাই। আসলে ভালো চরিত্র নয়, আমি ভালো ছবির অংশ হতে চাই।

এ ছাড়াও ওই সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফজর থিয়েটার ফেস্টিভ্যালের অভিজ্ঞতা। সেখানে প্রদর্শিত হয়েছে তাঁর অভিনীত প্রথম ইরানি চলচ্চিত্র ‘ফেরেশতে’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী প্রমুখ। এর গল্প লিখেছেন মুমিত আল রশিদ। ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: