সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শুরুর আগেই অর্থ বিতর্কে বিপিএল

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আর বির্তক যেন হাত ধরাধরি করে চলে। এবারের দশম আসর শুরুর আগেই বির্তকে জড়ালো দেশের ফ্র্যাঞ্চাইজি লীগটি। গত নয়টি আসরও সমালোচনা আর বিতর্কের জন্ম দেয় বিভিন্ন ইস্যুতে। এবার শুরুর আগেও তেমনই কাণ্ড ঘটিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি।

লীগের খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ নিয়ে অভিযোগ তুলেছেন ক্রিকেটার অভিষেক মিত্র। তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছ থেকে পাওনা টাকা না পেয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে ফেসবুকে পোস্ট করেন অভিষেক মিত্র। সেখানে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পাওনা টাকা না দেয়ার অভিযোগ করে লেখেন, ‘আমার গত বছরের বিপিএলের বকেয়া পরিশোধ করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আমরা আমাদের ভবিষ্যৎ এবং অর্থের জন্য খেলি। কিন্তু তাদের মতো দল খেলোয়াড়দের টাকা দেয় না এবং দিনের পর দিন সেটি নিয়ে সময় পার করে।’

অন্য ক্রিকেটারদের পক্ষ নিয়ে অভিষেক আরও লেখেন, ‘বেশিরভাগ খেলোয়াড়ই এই বিষয়ে কোনও কথা বলে না। আমি দলটির বর্তমান অপারেশন ম্যানেজারের কাছে এই বিষয়ে জানতে চেয়েছি। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং আবারও একটি নতুন তারিখ দেন। বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই দুঃখজনক এবং খারাপ।’

যদিও অভিষেকের করা মন্তব্য নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে বিপিএল, শেষ হবে আগামী মার্চের ১ তারিখ। সাত দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ সংখ্যা ৪৬টি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: