সর্বশেষ আপডেট : ৩ মিনিট ৪৬ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কীভাবে নিজেকে ফিরে পেলেন, জানালেন সৌম্য

ডেইলি সিলেট ডেস্ক ::

সেই ২০১৮ সালের অক্টোবরে শেষবার শতরান এবং ২০১৯ সালের মে মাসে নিজের শেষ ফিফটিটে পেয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটার সৌম্য সরকার। এরপর বহুবার দলে জায়গা পেয়েও ব্যর্থ হয়েছেন বারবার। বাজে খেলার কারণে জায়গা পাননি ভারত বিশ্বকাপেও।

এরপর অনেক আলোচনা-সমালোচনার পর নিউজিল্যান্ড সফরে দলে ফিরলেও প্রথম ম্যাচে শূন্য রান করে সেই সমালোচনায় তেল ঢালেন সৌম্য। তবে বুধবার (২০ ডিসেম্বর) এক রাজকীয় প্রত্যাবর্তন হল তার। গড়লেন রেকর্ড, লিটন দাসের ১৭৬ রানের পর ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেললেন তিনি। নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুন এক সেঞ্চুরি উপহার দিলেন। দল জেতাতে না পারলেও ১৫১ বলে ১৬৯ রানের দারুন ঝলমলে ইনিংস উপহার দিয়ে হলেন ম্যাচ সেরা।

বুধবার (২০ ডিসেম্বর) খেলা শেষে সংবাদ সম্মেলনে উঠল প্রশ্ন। জবাব শুনে মনে হলো, সৌম্য খেই হারাননি। নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস ও আস্থা ছিল।

সৌম্য বলেন, আমি কেবল নিজের খেলার ওপর বিশ্বাস রেখেছিলাম, আমার যে প্রক্রিয়া ছিলো সেই প্রক্রিয়ার উপর আস্থা ছিলো।

তিনি বলেন, সবকিছুর আগে আমি ধন্যবাদ দিবো আমার পরিবারকে। আমার বউকে। সবকিছুতে সমর্থন করার জন্য। আমার সতীর্থরা তো আছেই। যতটুকু অনুশীলন করার সুযোগ পাচ্ছি, ব্যাটিং করছি সেও অনেক সমর্থন করেছে। যে ইতিবাচক কথা বলে আমি তার সঙ্গেই থাকি। আমি তো খেলোয়াড়, আমাকে খেলতেই হবে। ভালো খেললে হয়তোবা ভালো নিয়ে লিখবেন, খারাপ করলে খারাপ নিয়ে লিখবেন। এটা আপনাদের কাজ, আমার কাজ খেলা। ওগুলো নিয়ে ওইরকমভাবে অত ভাবা হয়নি। ভাবলে হয়তবা নিজের উপরই চাপ আসত। বা নিজের উপর নেতিবাচকতা বেশি আসত।

পরিবার ও স্ত্রীর কথাতো বললেন, কোচ হাথুরুসিংহের কোন টনিক আপনাকে সবচেয়ে বেশি উৎসাহ জুগিয়েছে? ধারনা করা হয় কোচ হাথুরুর দাওয়াই আপনার ফেরাকে ত্বরান্বিত করেছে। সৌম্য জানালেন, নাহ! তেমন কোন দাওয়াই ছিল না।

তিনি বলেন, এরকম কোন কিছুই না। আমি সৌম্য সৌম্যই ছিলাম। হয়তোবা কোচ হাথুরুসিংহে আমাকে ভালো বোঝেন। এজন্য ছোট এক জিনিস বলেছেন, যা আমার জন্য ক্লিক করেছে।

হাথুরু আসলে তাকে কি বুঝিয়েছেন, তার প্রতি হেড কোচের বার্তা কি ছিল?

সৌম্য বলেন, আমরা কিভাবে দেখি সেটা বড় বিষয়। একটা মানুষ হেঁটে গেলে তার মধ্যে অনেক নেগেটিভিটি পাবেন। আপনি যদি কেবল নেগেটিভি দেখতে চান নেগেটিভিটিই দেখবেন। পজিটিভ চিন্তা করলে পজিটিভ জিনিস পাবেন। হয়ত উনি পজিটিভ জিনিসটাই চিন্তা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: