সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটের জনসভায় নেতাকর্মীদের ঢল

ডেইলি সিলেট ডেস্ক ::

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে জনতার ঢল নামে। নারী-পুরুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ।

বুধবার সকাল থেকে দেখা যায়, সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। সবচেয়ে বেশি দেখা গেছে নারীদের। তরুণ-তরুণীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। হাতে লাল-সবুজ পতাকার সঙ্গে রঙিন পোশাক উৎসবের আমেজ তৈরি করে গোটা এলাকায়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠে জায়গা না পেয়ে সড়ক থেকে শুরু করে বাসাবাড়ির ছাদে বসে প্রধানমন্ত্রীর ভাষণের অপেক্ষায় থাকেন নেতাকর্মীরা।

বিশাল এই জনসভায় নেতাকর্মীরা আসেন আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’র প্রতিকৃতি নিয়ে। পুরো জমায়েতে ক্ষণে ক্ষণে ‘নৌকা, নৌকা’ স্লোগানে মাতিয়ে রাখেন তারা।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে বিমানযোগে ঢাকা থেকে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি।

সেখান থেকে সিলেটের সার্কিট হাউসে যান সরকারপ্রধান। সেখানে দুপুরের খাবার শেষে বেলা ৩টায় আলিয়া মাদ্রাসার মাঠে আসেন আওয়ামী লীগ সভাপতি। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

আলিয়া মাদ্রাসার মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: