cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
১০ বছর ধরে আমার বাবা নিখোঁজ। আমি আমার বাবাকে দেখি নাই। বাবার আদর ছাড়া ছোট থেকে আমি বড় হয়েছি। বাবা ছাড়া আমার ভালো লাগে না। বাবার সাথে ঈদ করতে পারি না। বাবার সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারি না। বাবা ছাড়া আমরা অনেক কষ্টে আছি। বুকভরা কষ্ট নিয়ে কথাগুলো আক্ষেপ করে বলছিলেন বংশাল থানা ছাত্রদলের সভাপতি মো. সোহেলের মেয়ে ছোট্ট সাদিকা সরকার সাফা।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে এক মানববন্ধনে কান্না করতে করতে এসব কথা বলেন সাফা। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।
কালো কাপড় বেঁধে নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। বিকেল তিনটায় শুরু হয়ে কর্মসূচি চলে চারটা পর্যন্ত। গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে স্বজনরা আহ্বান করেন। বাবাকে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানিয়ে সাফা বলেন, সরকারের কাছে আমার একটাই চাওয়া- আমার বাবাকে ফিরিয়ে দিন।
২০১৯ সালে মিরপুর থেকে গুম হন ইসমাইল হোসেন। বাবার সন্ধান চেয়ে ইসমাইল হোসেনের মেয়ে আনিশা ইসলাম বাংলাদেশ জার্নালকে বলেন, গুম হওয়ার চার বছর পেরিয়ে গেলেও আমরা বাবার খোঁজ পায়নি। বাবার ছবি হাতে নিয়ে চার বছর ধরে দ্বারে দ্বারে ঘুরেছি। আজ পর্যন্ত বাবার কোনো সন্ধান পায়নি।
তিনি বলেন, আমি এমন এক হতভাগা সন্তান যে নামাজে বসে বাবার জন্য দোয়াও করতে পারি না। নামাজে বসে দ্বিধাগস্ত হয়ে যায় বাবার জন্য কী দোয়া করবো। আমি জানি না- আমার বাবার মৃত নাকি জীবিত। বাবাকে জান্নাতবাসি করার জন্য আল্লাহর কাছে দোয়া করবো নাকি বাবার ফিরে পাওয়ার দোয়া করবো। বাবার জন্য একটা মিলাদ পড়াতে পারি না। বাবার কী অপরাধ? স্বাধীন দেশে বাবা গুম হয়। আমার বাবাকে ফিরে পেতে চাই।
প্রধান অতিথির বক্তব্যের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গুম হওয়া পরিবারের কান্না সবার হৃদয়ে স্পন্দন সৃষ্টি করলেও সরকার সে কান্নার শব্দ শুনতে পায় না। আজকে এই গুম দিবসে এক শিশু বললো আমি গুম দিবস চাই না। বাবা দিবস চাই বলে অঝরে অশ্রু ঝড়ছে। এই নিষ্পাপ শিশুর অশ্রুর জলে ভেসে যাবে ক্ষমতাসীন বাকশালি সরকার।