cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়েছে ইন্টার মিয়ামি।
স্থানীয় সময় শনিবার ন্যাশভিলের ঘরের মাঠের ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল। এদিন ফাইনাল ম্যাচেও দুর্দান্ত ছিলেন আর্জেন্টিনার হয়ে বিশ্বজয়ী মহাতারকা লিওনেল মেসি। টুর্নামেন্টের ৭ ম্যাচেই টানা গোল করেছেন তিনি।
ম্যাচের ২৩তম মিনিটে ন্যাশভিলের কয়েকজন খেলোয়াড়কে বোকা বানিয়ে গোল করেন মেসি। মিয়ামি এগিয়ে যায় ১-০ গোলে। লিড নিয়েই বিরতিতে যায় দলটি। বিরতির পর দারুণভাবে ম্যাচে ফিরে আসে ন্যাশভিল।
একের পর এক আক্রমণে গোলও আদায় করে নেয় তারা। ৫৭তম মিনিটে ফাফা ফিকাল্টের হেড ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মিয়ামি গোলরক্ষক ক্যালেন্ডার। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাটি গড়ায় টাইব্রেকারে।
নির্ধারিত ৫টি করে শট নিয়েছে দুই দলই। গোল হয়েছে ৪টি করে। এরপর সাডেন ডেথ। কিন্তু কেউ কাউকে ছেড়ে দেয়ার পাত্র নয়। ভাবটা এমন, ‘বিনা যুদ্ধে নাহি দেবো সূচাগ্র মেদিনি।’ একে একে টানা ৬টি শট হলো সাডেন ডেথে।
সব মিলিয়ে ১১ নম্বর শটে গিয়ে ব্যর্থ হলো ন্যাশভিলে। সফল হলো ইন্টার মিয়ামি। সে সঙ্গে ন্যাশভিলেকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়ে এই প্রথমবারের মত কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ইন্টার মিয়ামি।
টাইব্রেকারের সাডেন ডেথে একে একে প্রতিটি শটই জড়িয়ে যাচ্ছিলো জালে। দুই পক্ষের কারোরই যেন থামার কোনো লক্ষণ নেই। ১১ নম্বর শটটি নেন দুই দলের গোলরক্ষকরা। ইন্টার মিয়ামির হয়ে ড্রেক ক্যালেন্ডার নিজের শট জালে জড়াতে সক্ষম হন।
তবে ন্যাশভিলের গোলরক্ষক এলিয়ট প্যানিক্কোর শটটি ডান পাশের কর্নারে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। সঙ্গে সঙ্গেই বাধভাঙা উল্লাসে মেতে ওঠেন ইন্টার মিয়ামির ফুটবলাররা। মেসিকে ঘিরে চলতে থাকে সেই উল্লাস।