cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর মহাসড়কে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
শনিবার দুপুরে উপজেলার পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাঞ্চন সেতুর পাশে এ ঘটনা ঘটে বলে পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার রতন রায় জানান।
মাইক্রোবাসটির ইঞ্জিনে ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রতন রায়ের।
তিনি বলেন, আগুন লাগার সময় গাড়িতে যাত্রী ছিলেন না। চালক বেরিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটি পুড়ে গেছে। রাজধানীর নতুন বাজার থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের যাত্রীদের পূর্বাচলে নামিয়ে দেয়ার পর ফেরার পথে হঠাৎ আগুন ধরে যায় বলে জানান গাড়িটির চালক রাজিব মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ সড়কে যানচলাচল স্বাভাবিক করে।
ফায়ার সার্ভিসের রতন রায় আরও বলেন, খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়িটি পুড়ে যায়।