cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিনেত্রী দীপিকা পাডুকোন ও অভিনেতা রণবীর সিং। ২৮ জুলাই মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। তার দুদিন আগে ছিল ছবির প্রিমিয়ার। এক ঝাক তারকার মেলঅ বসেছিল সেদিন প্রেক্ষাগৃহে। সেখানে অবশ্য দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। রণবীরের ছবি আর দীপিকার দেখা নেই তারপর থেকে গুঞ্জন শুরু ।
শনিবার রাতে স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে গেলেন রণবীর সিংহ। দীপিকার ঠোঁটে হাসি, পরনে রণবীরের ছবি দেয়া জ্যাকেট। অনুরাগীরা দীপবীর জুটিকে অনেক দিন পর এমন ফুরফুরে মেজাজে দেখে ভক্তরা অনেক খুশি। যদিও ছবি দেখতে আসার আগে স্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন রণবীর।
প্রতিনিয়তই নতুন উদ্ভট কাণ্ড করে থাকেন অভিনেতা। কখনও তিনি শিরোনামে তার পোশাকের জন্য, কখনও আবার তার কাজের জন্য। এবার স্ত্রীর অতি প্রশংসার জন্য কটাক্ষের শিকার হয়েছেন রণবীর। তবে এ বার দীপিকার ভয়ে নাকি কাঁটা হয়ে আছেন রণবীর।
স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার আগে গাড়িতে বসেই ইনস্টাগ্রামে ছবি দিয়ে ভক্তদের কাছে প্রশ্ন রেখেছেন, আন্দাজ করুন, দীপিকার প্রতিক্রিয়া কী হবে সিনেমাটা দেখার পর? অনুরাগীরা একের পর এক মন্তব্য করতে শুরু করলে ভয় ভয়ে বলেন, চুপ করুন, জুতো খাব!তবে রণবীর তাঁর স্ত্রীকে যতটা ভয় পান বলে দেখান, ততটা ভয় পাওয়ার কারণ নেই হয়তো।
ছবি শেষে স্বামীর হাত ধরে বেরোতেই ঘিরে ধরেন আলোকচিত্রীরা। অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, কেমন লাগল তাঁর রণবীরকে? একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় স্মিত হেসে দীপিকা জবাব দেন, পর্দায় আগুন জ্বালিয়ে দিয়েছে। অবশেষে রণবীরের স্বস্তি স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে।