সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভারতের সিনেমা নিয়ে বিতর্কিত মন্তব্য প্রিয়াঙ্কার, চটেছেন নেটিজেনরা

ডেইলি সিলেট ডেস্ক ::
বলিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরা। তিনি এখন গ্লোবাল স্টার। সংসারও পেতেছেন বিদেশে। তবে শুরু তো ভারতীয় সিনেমার হাত ধরেই হয়েছিল। সেই ভারতীয় সিনেমা সম্পর্কেই বিতর্কিত মন্তব্য করেছিলেন বলিউড এই অভিনেত্রী।

এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, ২০১৬ সালে এমি অ্যাওয়ার্ডসে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তার কাছে ভারতীয় সিনেমা সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন প্রিয়াঙ্কা বলেন, দেখুন ভারতীয় সিনেমা মানেই বক্ষযুগল আর নিতম্ব। এরপরই নেচে দেখাতে থাকেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কার পুরাতন এই সাক্ষাৎকার আবারও ভাইরাল হয়েছে। আর তা দেখেই চটেছেন নেটিজেনরা। অভিনেত্রীর এই মন্তব্য একেবারে পছন্দ হয়নি কারও কারও। ভাইরাল সেই ভিডিওতে এক নেটিজেন মন্তব্যে লিখেছেন, ভালোই হয়েছে এখান থেকে চলে গেছে, কিছু মানুষের সাদা চামড়ার স্বীকৃতি না পেলে হয় না।

একজন আবার লিখেছেন, প্রিয়াঙ্কা চোপড়া ভারতের শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে কিছু জানেন না, যা থেকে একাধিকবার বলিউড অনুপ্রেরণা পেয়েছে। শ্রীদেবী, বৈজন্তীমালা, ঐশ্বর্য ভরতনাট্যম শিখেছেন, মাধুরী কত্থক, মীনাক্ষী শেষাদ্রি ওড়িশি ও কত্থক-সহ অন্যান্য নৃত্যকলাও শিখেছেন, এমনকী আলিয়া এফ-এরও কত্থকের প্রশিক্ষণ রয়েছে। এই সমস্ত নৃত্যশৈলীর অবদান বলিউডে রয়েছে। যদিও প্রিয়াঙ্কাকে সাদা চামড়ার মানুষদের ধারণা অনুযায়ীই কথা বলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: