সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

৫ম সিসিক নির্বাচন আজ : শেষ হাসি কে হাসবেন

মেয়র পদে ৭, সাধারণ কাউন্সিলর ২৭৩ ও সংরক্ষিত ৮৭ প্রার্থী
ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫, ভোট কেন্দ্র ১৯০, ভোটকক্ষ ১,৩৬৪


ডেইলি সিলেট ডেস্ক ::

আজ সিলেট সিটির ভোটগ্রহন। ৫ম বারের মতো আয়োজিত এ নির্বাচনে শেষ হাসি কে হাসবেন- তা নিয়ে আগ্রহ নগরজুড়ে। যদিও বিএনপি-জামায়াতবিহীন এ নির্বাচন জৌলুস হারিয়েছে অনেক আগেই। তবুও আলোচনা দেশ ছাপিয়ে প্রবাসে, বিশেষ করে লন্ডনে। আওয়ামীলীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীই আলোচনার শীর্ষে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে সমান আলোচনায় রয়েছেন জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম বাবুল।

এ নির্বাচনে আওয়ামীলীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নেই। নেই জামায়াতও। গত দুটি নির্বাচনে বিএনপির মনোনয়নে জয় পাওয়া মেয়র আরিফুল হক চৌধুরীও দলের সিদ্ধান্ত মেনে প্রার্থী হননি। অনেকে মনে করছেন, বিএনপিবিহীন ফাঁকা মাঠেও আওয়ামীলীগ খুব একটা স্বস্তিতে নেই। ভোটের সমীকরণে মূল আলোচনা চলছে সরকারবিরোধী ‘ভোটব্যাংক’ ঘিরেই।

আওয়ামীলীগের অনেক নেতা-কর্মী আশঙ্কা করছেন, জাতীয় পার্টির প্রার্থী আওয়ামীলীগ বা সরকারবিরোধী ভোট টানতে পারেন। এছাড়া মেয়র ও কাউন্সিলর পদে বিএনপির সদ্য বহিষ্কৃত ৪৩ জন এবং জামায়াত ঘরানার ২০ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন। তাদের ভোট দিতে দল দুটির উল্লেখযোগ্যসংখ্যক কর্মী-সমর্থক ভোটকেন্দ্রে যাবেন। এতে আওয়ামী লীগের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন।
তবে বিএনপি নির্বাচনে না আসায় এমনিতেই ভোটের মাঠে অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীন। তারপর শেষ মুহূর্তে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিলে তা আরও জৌলুস হারায়। মেয়র পদ নিয়ে সাধারণ ভোটারদের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি; তবে কাউন্সিলর প্রার্থীদের নিয়ে তাদের সমর্থকদের উত্তেজনা রয়েছে। এই অবস্থায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের আজ ভোট কেন্দ্রে এসে ভোটধিকার প্রয়োগের জন্য বার বার অনুরোধ করেছেন।

এদিকে, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশনসহ প্রশাসন বিমাতাসুলভ আচরণ করছে। তাকে ও তার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। কোর্ট পয়েন্টে নির্বাচনী সমাবেশ করতে চাইলে পুলিশ স্টেজ-প্যান্ডেল তুলে দিয়েছে। তিনি দাবি করেন, বিপুলসংখ্যক বহিরাগত সিলেট সিটিতে এসেছে। হোটেলগুলোতে খবর নিয়ে দেখেন, রুম খালি নাই। ভোটের দিন কেন্দ্রগুলোতে সহিংসতার আশঙ্কা করছি। প্রশাসনও একপক্ষের হয়ে কাজ করবে বলেও মনে হচ্ছে।

তবে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে একটি শক্তিশালী সংগঠন। এই দলের প্রত্যেক সেন্টারে শতশত স্থানীয় নেতাকর্মী রয়েছে। সেখানে বহিরাগত আনার প্রয়োজন নেই। এখানে স্পষ্ট করে জানাতে চাই, আমাদের কোনো নেতাকর্মী টু-শব্দও করতে পারবে না। আমি সকলকে (নেতাকর্মীকে) অনুরোধ করেছি, গায়ে হাত দিলেও আমাদের কেউ পাল্টা জবাব দেবে না।

এদিকে, বহুল আলোচিত এ নির্বাচনে আজ ইভিএমে সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ। আজকের দিনটি ঘিরে ভোটারদের মধ্যে যেমন কৌতুহল আছে, তেমনই শঙ্কাও বিরাজ করছে।
ভোট উপলক্ষে নগরের আনাচে-কানাচে, গলির মুখে ছোট-ছোট দলে বিভক্ত হয়ে চলছে মানুষের নির্বাচনী ভাবনা আর বিশ্লেষণ। স্বত:স্ফূর্তভাবে সবাই মেয়র প্রার্থীদের নানা ধরনের দোষ-গুণের পর্যালোচনা করছেন।

ভোট উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যানবাহন চলাচলের ওপর আরোপ করা হয়েছে বিধিনিষেধ। মঙ্গলবার সকালে ১৯০টি কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছানোর কার্যক্রম শুরু হয়। তবে বৃষ্টির কারণে তা কিছুটা দেরি হয়। সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছাতে গভীর রাত হয়ে যায়।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার ৮ জন মেয়র প্রার্থী হয়েছিলেন। এদের মধ্যে দলীয় মনোনীত চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) (বরিশালের ঘটনায় দলীয় সিদ্ধান্তের কারনে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।) ও জাকের পার্টির মো. জহিরুল আলম দলীয় প্রতীক (গোলাপফুল) মার্কায় নির্বাচন করবেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), মো. শাহ জাহান মিয়া (বাস গাড়ি) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ) প্রতীকে নির্বাচন করছেন।বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে এখন প্রার্থী মূলত সাতজন। কাউন্সিলর পদে ৩৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে ২৭২ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন।

সিটির মোট ভোটার চার লাখ ৮৬ হাজার ৬০৫ জন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে এক হাজার ৩৬৪টি। সব ভোটকেন্দ্র ও কক্ষে সিসি ক্যামেরা থাকছে।

ভোটের সরঞ্জামাদি বিতরণকালে নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির বলেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের ভয়ডরহীনভাবে ভোট কেন্দ্রে আসার আহবান জানান তিনি।

এসএমপি কমিশনার জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১ জন পুলিশ পরিদর্শক, ১ জন উপ পুলিশ পরিদর্শক ও ৫ জন পুলিশ সদস্য এবং কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১ জন পুলিশ পরিদর্শক, ১ জন উপ পুলিশ পরিদর্শক ও ৪ জন পুলিশ সদস্য এবং ৭ জন নারী ও ৭ জন পুরুষসহ মোট ১৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, নির্বাচন উপলক্ষে প্রতি সাধারণ ওয়ার্ডে একটি করে পুলিশের ৪২ টি মোবাইল টিম, প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে ১৪ টি ট্রাইকিং টিম এবং প্রতি থানায় একটি করে ৬ টি রিজার্ভ স্ট্রাইকিং টিম থাকবে। পাশাপাশি থাকবে ২ টি ওয়ার্ডে ১ টি করে র্যাবের ২২ টি ও ৫ টি ওয়ার্ডে এক প্লাটুন করে মোট ১০ প্লাটুন বিজিবির টহল টিম।

ফিরে দেখা সিলেট সিটি ভোট :
২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত চারবার নির্বাচন হয়েছে। ২০০৩ সালে প্রথম নির্বাচনে বিজয়ী হন বদর উদ্দিন কামরান, ২০০৮ সালের দ্বিতীয় নির্বাচনেও তিনি কারাগার থেকে মেয়র নির্বাচিত হন। ২০১৩ ও ২০১৮ সালে মেয়র পদে জয়ী হন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
২০০৮ সালে নির্বাচনে সিলেট সিটিতে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছিলেন ১ লাখ ১৫ হাজার ৪৩৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আ ফ ম কামাল পান ৩২ হাজার ৯৭ ভোট ভোট। ভোট পড়ার হার ছিল ৭৫%।
২০১৩ সালে এ সিটিতে ভোটার ছিলেন ২ লাখ ৯১ হাজার ৪৬ জন। আওয়ামীলীগ সমর্থিত বদর উদ্দিন আহমদ কামরানকে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী। ভোট পড়ে ৬২% ।
২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানকে ৬ হাজার ১৯৬ ভোটে পরাজিত করে মেয়র হিসেবে দ্বিতীয়বার মত জয় পান বিএনপির আরিফুল। এ নির্বাচনে আরিফুল পেয়েছেন মোট ৯২ হাজার ৫৮৮ ভোট। কামরান পান ৮৬ হাজার ৩৯২ ভোট। ভোটের হার ছিল ৬৩% এর মত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: