cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতার নতুন একটি গান প্রকাশিত হয়েছে বাংলাদেশের জুটি মিউজিকের ব্যানারে। ‘সে একটা গাছ, চায় আদুরে হাতের আঁচ/ কারেও কি তা মনে আছে/ বেশ কিছুদিন হল, জল দেয়া হয় না তো গাছে’- এই গান গত শুক্রবার (২ জুন) প্রকাশ পেয়েছে।
‘সে একটা গাছ’ গানে সুর দিয়েছেন নচিকেতা নিজেই। সঙ্গীতায়োজনে টুনাই দেবাশিস গঙ্গোপাধ্যায়। লিখেছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল।
গানটি প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘জুলফিকার রাসেলের সঙ্গে আমার প্রকাশিত গানের সংখ্যা অনেক। তৈরি থাকা অপ্রকাশিত গানের সংখ্যা আরও বেশি। তারই একটা গান এটি। জুলফিকরের গানের কাব্যময়তা বা সাহিত্যমান প্রসঙ্গে নতুন করে বলবার কিছু নেই। তবে এই গানটির ভাবধারা আমাদের দু’জনের যে কোনও গানের চেয়ে বেশ আলাদা। এখানে আমরা গাছের মতো অসহায় একজন মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।’
গীতিকার জুলফিকার রাসেল বলেন, ‘নচিদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা। কারণ, তিনি গায়ক, সুরকারের পাশাপাশি অসাধারণ গীতিকবিও। তিনি কথার মর্ম বোঝেন। এবং তার মূল্যায়ন করেন। এই গানটির কথা আমার অসম্ভব প্রিয়। আশা করছি শ্রোতারাও পছন্দ করবেন।’
জানা গেছে, নচিকেতা-জুলফিকার জুটির আরও বেশ কিছু গান নিয়মিতই প্রকাশ করবে জুটি মিউজিক।