cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
কোয়েল মল্লিকের নতুন ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’ শুটিং চলছে। মে মাসের প্রচণ্ড গরমে ঝাড়খণ্ডে শুটিং করেছেন নায়িকা। তবে বাইরে কাজ করতে গেলে সেই অঞ্চলের উল্লেখযোগ্য জায়গাগুলোয় একবার ঢুঁ না দিলে যেন সেই ভ্রমণ পরিপূর্ণ হয় না। তেমনই সিংভূমে শুটিং করতে গিয়ে মহাদেবের গুহায় পূজা দিয়ে এলেন কোয়েল। অনেক সাক্ষাৎকারেই অভিনেত্রী বলেছেন তিনি ঈশ্বরে বিশ্বাসী। কোয়েল মনে করেন পৃথিবীতে ইতিবাচক শক্তি আছে, যা সঠিক পথে মানুষকে চালনা করতে সাহায্য করে।
তেমনই মিতিন মাসির শুটিং করতে গিয়ে মহাদেবের কাছে পূজা দিলেন নায়িকা। অনেকগুলো সিঁড়ি ভেঙে মহাদেব দর্শনে উঠলেন অভিনেত্রী। পূজা দেওয়ার ভিডিয়ো পোস্ট করলেন কোয়েল। লিখলেন, “শুটিংয়ের ফাঁকেই তীর্থভ্রমণ।” মিতিন রূপে কোয়েল দর্শকের কাছে প্রশংসিত। ফলে আবারও তাকে এই রূপে দেখার অপেক্ষায় ছিলেন দর্শক।
কোয়েলও আবার মিতিন মাসির নতুন গল্পে কাজ করতে পেরে খুশি। তাই প্রচণ্ড গরমে শুটিং করেও তিনি ফুরফুরে মেজাজে। সম্প্রতি এই ছবির শুটিংও শেষ হয়েছে। শুটিং শেষে নায়িকা লেখেন, “৪৭ ডিগ্রিতে, গভীর জঙ্গলে শুটিং করেছি আমরা। এ বারের মিতিন সফর আবেগজড়িত রোমাঞ্চকর। ছবিতে সামাজিক বার্তাও রয়েছে। এই পর্বের অংশ হতে পেরে আমি সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি।’’ চলতি বছর পূজাতেই মুক্তি পাবে মিতিন মাসির নতুন অভিযান।
পূজায় ‘মিতিন মাসি’ ছাড়াও প্রতিযোগিতায় রয়েছে দেব অভিনীত ‘বাঘাযতীন’ এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’। অন্য দিকে এই প্রথম দুর্গাপূজায় ছবি নিয়ে আসতে চলেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই জুটির ছবির নাম ‘রক্তবীজ’।