cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
নয়া দামান খ্যাত নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তসিবা এবার গাইলেন ‘ফুল বাসর’ শিরোনামের একটি গান। গানটির রেকর্ডিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
তসিবার ‘ফুল বাসর’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন শ্রোতাপ্রিয় গীতিকার ও সুরকার দেলোয়ার আরজুদা শরফ। এ গানটি গাওয়ার মধ্য দিয়ে দেলোয়ার আরজুদা শরফের লেখায় প্রথমবারের মতো কণ্ঠ দিলেন তসিবা।
গানটি প্রসঙ্গে দেলোয়ার আরজুদা শরফ বলেন, গানে সুর করা আসলে একটু কঠিন- কোনো না কোনো গানের সুরের সাথে সুর মিলে যায়। আমি নিঃসংকোচে বলতে পারি, ‘আমি সুরকার নই’ দীর্ঘ সময় সুরের সাথে থাকলে যা হয়। তাই হয়েছে হয়তো! রেজোয়ান শেখের আন্তরিক সহযোগিতায় এবং তসিবার চমৎকার গায়কী ‘ফুল বাসর’ গানটি প্রাণ পেয়েছে হয়তো। একটি কথা বলে রাখি, নিয়মিত গান সুর করার আমার তেমন ইচ্ছে নেই। বাংলা গান ভালো থাকুক। আপনাদের ভালোবাসায় রাখবেন।
গানটি প্রসঙ্গে তসিবা বলেন, এই প্রথমবার আমার শ্রদ্ধেয় গীতিকার ও সুরকার দেলোয়ার আরজুদা শরফ ভাইয়ের কথা ও সুরে গাইলাম। গানটির সংগীত আয়োজন করেছেন রেজোয়ান শেখ আশা করছি এই গানটি বেশ জনপ্রিয় হবে। গানটি সবাই শুনবেন বলে প্রত্যাশা করছি।
জানা গেছে, গানটি প্রকাশ করা হবে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে। শিগগির গানটি প্রকাশ হবে জানা গেছে।
Leave a Reply