cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ফ্ল্যাটের শৌচাগারে মিলল ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মরদেহ। অকাল প্রয়াত এ অভিনেতার বয়স হয়েছিল ৩২ বছর।
সোমবার (২৩ মে) মুম্বাইয়ের অন্ধেরিতে নিজ ফ্ল্যাটের শৌচাগার থেকে উদ্ধার হয় অভিনেতার মরদেহ।
হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে, মাত্রাতিরিক্ত মাদকসেবনের ফলে মৃত্যু হয়েছে এ অভিনেতার। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনো কিছুই স্পষ্টভাবে জানা যাবে না, দাবি তদন্তকারীদের। অন্যদিকে মাদকসেবনের ফলে মৃত্যুর কথা অভিনেতার বন্ধুরা মানতে চাইছেন না।
মাত্র ১৭ বছর বয়সে এক ঝাঁক স্বপ্ন নিয়ে বিনোদন দুনিয়ায় পা রেখেছিল দিল্লির তরুণ আদিত্য। সেখান থেকেই পথচলা শুরু তার। দিল্লির ‘গ্রিন ফিল্ডস স্কুল’-এর লেখাপড়ার পর মাত্র ১৭ বছর বয়সে মডেল হিসেবে র্যাম্পে পা রাখেন আদিত্য। একাধিক খ্যাতনামা সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন আদিত্য।
বলিউড তারকা হৃতিক রোশন ও ক্রিকেটতারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও এক বিজ্ঞাপনেও কাজ করতে দেখা গেছে তাকে। বিজ্ঞাপন জগতে সাফল্য অর্জন করার পর বলিউড অভিনেতা হওয়ার স্বপ্নপূরণ করতে আদিত্য পাড়ি দেন বলিউডে।
মুম্বাইয়ে এসে একাধিক রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেন তিনি। এগুলোর মধ্যে স্প্লিটস্ভিলা ছিল অন্যতম। রিয়্যালিটি শো ছাড়াও ‘ইয়ে হ্যায় আশিকি’র মতো জনপ্রিয় ‘ইয়ুথ ড্রামা’য় অভিনয় করেছেন আদিত্য। ‘কোড রেড’-এর সৌজন্যেও দর্শকমহলে পরিচিতি অর্জন করেছিলেন তিনি।
শুধু টেলিভিশন নয়, বলিউডে একাধিক সিনেমায় কাজ করেছিলেন আদিত্য সিংহ রাজপুত। অশোক পণ্ডিত পরিচালিত ‘ম্যায়নে গান্ধী কো নহি মারা’ সিনেমায় অভিনয় করেন আদিত্য। এমনকি বলিউডের খ্যাতিমান দুই অভিনেতা অজয় দেবগন ও কাজলের ‘ইউ মি অউর হম’ সিনেমায় অমন মেহরার চরিত্রে দেখা গিয়েছিল তাকে।
অভিনয় ছাড়াও সম্প্রতি ব্যবসার দিকেও মন দিয়েছিলেন আদিত্য। শুরু করেছিলেন নিজের পোশাকের ব্র্যান্ড ‘পপ কালচার ক্লোদিং’। নিজের পোশাকের ব্র্যান্ডের জন্য সমাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়াও পেয়েছিলেন প্রয়াত এ অভিনেতা।
সম্ভাবনাময় এ অভিনেতার অকালমৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। আজ (২৩ মে) আদিত্যর ময়নাতদন্তের পরে শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।