cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
প্রথমবার কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে হাজির সইফকন্যা অভিনেত্রী সারা আলি খান।
কানের মঞ্চে সাবেকি ভারতীয় পোশাকেই ধরা দিলেন তিনি। এদিন আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গা পরেন সারা। অফ হোয়াইটের উপর সাদা সুতোর কাজ করা সেই লেহেঙ্গা পরে সারা প্রশংসা কুড়িয়ে নিলেন সকলের।
তবে কেউ কেউ তাকে ট্রোলও করলেন। অনেকেই লিখেছেন, ‘সারার লুক ছিল বিয়ের কনের মতো। কানে ভারতীয় পোশাক পরা খুবই প্রসংশনীয় কিন্তু এটা বিয়ের লুক।’
রেড কার্পেটের পরেই জনি ডেপের ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন সারা। সেখানে তার পরনে ছিল হার্ট শেপের অফ শোল্ডার গাউন।
প্রথম দিন রেডকার্পেটে নজর কাড়েন আরেক ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। তার পরনে ছিল গোলাপী গাউন তবে তার নেকপিস ছিল সকলের নজরে।