সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জামালপুরে একই দাবিতে আওয়ামী লীগ-বিএনপির আন্দোলন

ডেইলি সিলেট ডেস্ক ::
জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলস্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। একইসঙ্গে তারা রেললাইন অবরোধ করে। এই কর্মসূচিতে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে নরুন্দি রেল স্টেশনে রেললাইন অবরোধ করে মানববন্ধন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি প্রায় দুই ঘণ্টা ধরে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। এই রেললাইন অবরোধের কারণে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি পিয়ারপুর স্টেশনে আটকে রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্টু, বিএনপি নেতা কাজী মশিউর রহমান প্রমুখ।

ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জানান, এই এলাকার মানুষের প্রাণের দাবি একটাই নরুন্দি রেলস্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটির স্টপেজ দিতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলিন চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: