cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে। রোববার সকালে হাজী আহমাদ আলী আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত তিন শিক্ষার্থী সদরের চিলগাছা দাখিল মাদ্রাসার ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে কেন্দ্রের ৬ নম্বর কক্ষের ফ্যানটি খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হলেও সেটা গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সুস্থভাবেই পরীক্ষা দিয়েছে।
হাজী আহমাদ আলী আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনয়েম বলেন, ফ্যানটি তিন বছর আগে লাগানো হয়েছে। আজ হঠাৎ ফ্যান খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর আঘাত লাগলেও গুরুতর নয়।
সিভিল সার্জনের মেডিকেল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা এস এম মনিরুজ্জামান বলেন, তিন জন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় একটু হালকা লেগেছে। তবে গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিয়েছে।
এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, বিষয়টি আমাকে এখনো জানানো হয়নি। খোঁজ নিয়ে দেখছি।