cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
শুরু হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কানে আগামী ১৬ মে শুরু হবে উৎসবের ৭৬তম আসর। ভূমধ্যসাগরের তীরে এবারের আয়োজন চলবে ২৭ মে পর্যন্ত।
এবার উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফ্রান্সের মাই ওয়েন পরিচালিত ও হলিউড তারকা জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’।
উৎসবের এ আসরের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৬২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ৪টি প্রামাণ্যচিত্র এবং ১টি টিভি সিরিজ।
উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। আঁ সেঁর্তা রিগা শাখায় ২০টি, প্রতিযোগিতার বাইরে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি টিভি সিরিজ, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ৭টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৩টি প্রামাণ্যচিত্র।
এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল প্রতিযোগিতায় ১১টি এবং শিক্ষার্থী পরিচালকদের বিভাগ লা সিনেফে রয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কানের আরো দুই বিভাগ সিনেমা দ্যু লা প্লাজ এবং কান ক্ল্যাসিকসের অফিসিয়াল সিলেকশন এখনো ঘোষণা করা হয়নি।
মূল প্রতিযোগিতা
ক্লাব জিরো (অস্ট্রিয়া)
দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)
ফলেন লিভস (ফিনল্যান্ড)
ফোর ডটারস (তিউনিসিয়া)
অ্যাস্টেরয়েড সিটি (যুক্তরাষ্ট্র)
অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স)
মনস্টার (জাপান)
অ্যা ব্রাইটার টুমরো (ইতালি)
হোমকামিং (ইতালি)
লাস্ট সামার (ফ্রান্স)
ব্ল্যাক ফাইলস (আমেরিকা)
অ্যাবাউট ড্রাই গ্রাসেস (তুরস্ক)
লা কিমেরা (ইতালি)
দ্য প্যাশন অব দদিন পাফি (ভিয়েতনাম/ফ্রান্স)
কিডন্যাপড (ইতালি)
মে ডিসেম্বর (যুক্তরাষ্ট্র)
ইয়ুথ (স্প্রিং) প্রামাণ্যচিত্র (চীন)
দ্য ওল্ড ওক (যুক্তরাজ্য)
ব্যানেল অ্যান্ড অ্যাদামা (সেনেগাল/ফ্রান্স)
পারফেক্ট ডেজ (জার্মানি)
ফায়ারব্র্যান্ড (ব্রাজিল)
আঁ সেঁর্তা রিগা
দ্য অ্যানিমেল কিংডম (ফ্রান্স)
দি ডেলিনকোয়েন্টস (আর্জেন্টিনা)
হাউ টু হ্যাভ সেক্স (প্রথম সিনেমা, যুক্তরাজ্য)
গুডবাই জুলিয়া (প্রথম সিনেমা, সুদান)
দ্য মাদার অব অল লাইস (মরক্কো)
দ্য ন্যাচার অব লাভ (কানাডা)
দি বুরিটি ফ্লাওয়ার (পর্তুগাল)
দ্য সেটেলার্স (প্রথম সিনেমা, চিলি)
অমেন (প্রথম সিনেমা, বেলজিয়াম)
দ্য ব্রেকিং আইস (সিঙ্গাপুর)
রোজালি (ফ্রান্স)
দ্য নিউ বয় (অস্ট্রেলিয়া)
ইফ অনলি আই কুড হাইবারনেট (প্রথম সিনেমা, মঙ্গোলিয়া)
হোপলেস (প্রথম সিনেমা, দক্ষিণ কোরিয়া)
টেরেস্ট্রিয়াল ভার্সেস (ইরান)
নাথিং টু লুজ (প্রথম সিনেমা, ফ্রান্স)
হাউন্ডস (প্রথম সিনেমা, মরক্কো)
অনলি দ্য রিভার ফ্লোস (চীন)
সালেম (ফ্রান্স)
স্ট্রেঞ্জার্স বাই নাইট (ফ্রান্স)
প্রতিযোগিতার বাইরে
জান দ্যু ব্যারি (ফ্রান্স)
ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি (যুক্তরাষ্ট্র)
কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (যুক্তরাষ্ট্র)
কবওয়েব (দক্ষিণ কোরিয়া)
দ্য আইডল (যুক্তরাষ্ট্র)
অ্যাবট স্টোন (ফ্রান্স)
এলেমেন্টাল (যুক্তরাষ্ট্র)
মিডনাইট সেশনস
কেনেডি (ভারত)
দ্য কিং অব আলজের্স (ফ্রান্স)
এসিড (ফ্রান্স)
হিপনোটিক (যুক্তরাষ্ট্র)
প্রজেক্ট সাইলেন্স (দক্ষিণ কোরিয়া)
কান প্রিমিয়ার
কুবি (জাপান)
অ্যালং কেম লাভ (ফ্রান্স)
বোনার, পিয়ের অ্যান্ড মার্থ (ফ্রান্স)
ক্লোজ ইউর আইস (স্পেন)
লস্ট ইন দ্য নাইট (মেক্সিকো)
জাস্ট দ্য টু অব আস (ফ্রান্স)
ইউরেকা (আর্জেন্টিনা)
স্পেশাল সেশনস
ম্যান ইন ব্ল্যাক (চীন)
অকিউপাইড সিটি (যুক্তরাজ্য)
দ্য সাউন্ড অব টাইম, আনজেল্ম কিফার (জার্মানি)
পিকচার্স অব গোস্টস (ব্রাজিল)
ব্রেড অ্যান্ড রোজেস (আফগানিস্তান)
লিটল গার্ল ব্লু (ফ্রান্স-মরক্কো)
মার্গেরিট’স থিওরেম (ফ্রান্স)
স্ট্রেঞ্জ ওয়ে অব লাইফ (স্পেন)
দ্য ডটারস অব ফায়ার (পর্তুগাল)
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (প্রতিযোগিতা)
দ্য বিচ (কলম্বিয়া ও ফ্রান্স)
অ্যাজ ইট ওয়াজ (পোল্যান্ড ও ইউক্রেন)
টিটস (নরওয়ে)
টোয়েন্টি সেভেন (ফ্রান্স ও হাঙ্গেরি)
মাই মাদার’স সেক্স (ফ্রান্স)
ইভেন দো ইট ইজ নাইট (স্পেন ও ফ্রান্স)
বাসরি অ্যান্ড সালমা ইন অ্যা নেভার-এন্ডিং কমেডি (ইন্দোনেশিয়া)
পুফ (যুক্তরাষ্ট্র)
নান অব দিজ (আর্জেন্টিনা, স্পেন ও যুক্তরাষ্ট্র)
ওয়াইল্ড সামন (যুক্তরাজ্য)
ইন্ট্রুশন (আইসল্যান্ড)
লা সিনেফ
নেহেমিচ (ভারত)
ইনসাইড দ্য স্কিন (ইরান)
কিলিং বরিস জনসন (যুক্তরাজ্য)
নরওয়েজিয়ান অফস্প্রিং (ডেনমার্ক)
অ্যা ব্রাইট সানি ডে (যুক্তরাষ্ট্র)
ইমোজেন (যুক্তরাষ্ট্র)
দ্য ভয়েজ অব আদারস (ফ্রান্স)
দ্য কল অব দ্য ব্রুক (মিসর)
হোল (দক্ষিণ কোরিয়া)
দ্য লি ফ্যামিলিস (দক্ষিণ কোরিয়া)
প্রিমিটিভ টাইমস (জার্মানি)
ইলেক্ট্রা (চেক প্রজাতন্ত্র)
এইথ ডে (চেক প্রজাতন্ত্র)
গ্রাউন্ড (ব্রাজিল)
মুন (মরক্কো)
ক্র্যাক অব ডোন (স্পেন)