সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শ্রমিক দলের সমাবেশ দিয়ে রাজপথে ফিরছে বিএনপি

ডেইলি সিলেট ডেস্ক ::

মে দিবসে সমাবেশে করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। রাজধানীর নয়াপল্টানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে এ সমাবেশ। পরে করা হবে র‌্যালি। শ্রমিক দলের সমাবেশের মধ্য দিয়ে ফের রাজপথে নামছে বিএনপি। জানাগেছে সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসবে। এরপর ধারাবাহিকভাবে কর্মসূচিস দিয়ে মাঠে থাকবে দলটি। প্রথমে জেলা, মহানগর বা বিভাগীয় পর্যায়ে বড় সমাবেশ, মানববন্ধন অথবা অবস্থান কর্মসূচি দিয়ে এর শুরু হবে। সরকার দাবি না মানলে ধাপে ধাপে এক দফা কর্মসূচির দিকে যাবে বিএনপি। প্রয়োজনে ঢাকাজুড়ে মানববন্ধন, আন্তজেলা বা বিভাগে রোডমার্চের মতো যুগপৎ কর্মসূচি আসবে। দলটি বলছে দাবি আদায়ে যা যা প্রয়োজন তার সবই করবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচানসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি ও সমমনা দলগুলো। গত বছরের ২৪ ডিসেম্বর গণমিছিলের মধ্যে দিয়ে যুগপৎ আন্দোলন শুরু হয়। এর পর থেকে ধারাবাহিকভাবে সমাবেশে, গণমিছিল, গণঅবস্থান, জেলা, মহানগর, উপজেলা, থানা ও ইউনিয় পর্যায়ে কর্মসূচি পালন করে সরকার বিরোধী জোট। রোজা ও ঈদের কারণে স্থগিত ছিলো এসমস্ত কর্মসূচি।

শ্রমিক দলের সমাবেশে নিয়ে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সমাবেশ সফল করতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করছের দলটির সিনিয়র নেতারা। গত ২৭ এপ্রিল বৈঠক নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জানা গেছে আগামী এক-দেড় মাসের মধ্যে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ ১০ দফার ভিত্তিতে শক্ত গণ-আন্দোলন গড়ে তুলতে চাইছেন বিএনপির নীতিনির্ধারকেরা। কর্মসূচির ধরণ ঠিক করতে শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। গত শনিবার গণফোরাম এবং পিপলস পার্টির সঙ্গে বৈঠক করে দলটি। আজ রোববার বাম গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে বৈঠক করেছে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলমান আন্দোলনকে সফল জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। আন্দোলনকে সফলভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সমন্বয়ের মাধ্যমে আমরা কিভাবে কাজ করবো এবং কর্মসূচির বিষয়ে আলোচনা করেছি। আমরা ঐকমত্যে পৌঁছেছি এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনে নিয়ে এই আন্দোলন সফল করব। সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হয়ে গেছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, খুব শিগগিরই কর্মসূচি আসবে। ঈদের সময় বিভিন্ন জায়গায় আমাদের লোকজন অ্যারেস্ট হয়েছে। বিভন্ন জায়গা থেকে তুলে নেয়া হয়েছে। অনেকে জামিন প্রক্রিয়ায় আছে। বিএনপি আন্দোলন, ধরপাকড়ের মধ্যেই আছে। কর্মসূচি আসবে।

গত বছরের অক্টোবরে বিভাগীয় গণসমাবেশ করে বিএনপি। বিভাগীয় গণসমাবেশে তৃণমূল থেকে কেন্দ্র- সর্বস্তরে দলীয় নেতাকর্মীরা সক্রিয় ও উজ্জীবিত হয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় দলটি। ২৪ ডিসেম্বর থেকে অভিন্ন কর্মসূচি দিয়ে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম (একাংশ), বাম গণতান্ত্রিক ঐক্যসহ মোট ৫৪টি দল যুগপৎ আন্দোলন কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচির ধারবাহিকতা ধরে রাখতে রমজানেও কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা দল ও জোট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: