সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ওসমানী বিমানবন্দরের দুটি ফ্লাইট বাতিল

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বাংলাদেশ বিমানের সিলেট-ঢাকা দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টা ও ১০টা ১০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট দুটি ছেড়ে যাওয়ার কথা ছিলো।

বাংলাদেশ বিমানের সিলেটের স্টেশন ব্যবস্থাপক মোহাম্ম’দ আব্দুস সত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুস সত্তার জানান, সিত্রাংয়ের কারণে আবহাওয়া খা’রাপ। তাই আজ (সোমবার) রাতে সিলেট-ঢাকা রুটের দুটি ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। তবে আন্তর্জাতিক কোনো ফ্লাইট ক্যান্সেল করা হয়নি। বাতিল হওয়া ফ্লাইট দুটি হচ্ছে- বিজি-৩০৫ ও বিজি-৬০৬।

প্রসঙ্গত, বাংলাদেশ উপকূলের কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার সন্ধ্যায় সিত্রাং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান নেয়। ঘূর্ণিঝড়টি মধ্যরাতে মূল আ’ঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সন্ধ্যা ৭টায় ঘুর্ণিঝড় সিত্রাংয়ের সবশেষ আপডেট জানায় আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের কর্মক’র্তারা জানান, তাদের হাতে থাকা তথ্যমতে সন্ধ্যা ৬টা নাগাদ ঘূর্ণিঝড় সিত্রাং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি ক্রমশ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

তারা জানান, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সিত্রাংয়ের মূল আ’ঘাত আসবে মধ্যরাতে। তখন থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত এটি উপকূল অ’তিক্রম করবে। পরে স্থলভাগের ওপর দিয়ে যেতে যেতে এটি দুর্বল হবে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ সারা দেশে আগামীকালও (মঙ্গলবার) বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। সোমবার দুপুরে এমন নির্দেশ দিয়েছে বেসাম’রিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে পরিস্থিতি বিবেচনায় রানওয়ে ও ফ্লাইট বন্ধের এমন নির্দেশনার সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: