সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জৈন্তায় ফেন্সিডিলসহ আটক ১ জন

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের হাতে ভারতীয় ফেন্সিডিলের চালানসহ ১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন হতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে মাদক ব্যবসায়ীরা বড় বড় মাদকের চালান বাংলাদেশে নিয়ে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট নামক স্থানে চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ১শত ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী হল জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল গ্রামের আব্দুল কুদুছ এর ছেলে মকবুল (২০)। এ মামলার অপর আসামীরা হল, জৈন্তাপুর ইউনিয়নের চাতলারপাড় গ্রামের আব্দুল জলিল ওরফে টুন্ডা জলিলের ছেলে আলমগীর হোসেন (২১), কেন্দ্রি ঝিঙ্গাবাড়ী (মিনাটি) গ্রামের মোঃ হাবিব মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে আব্দুল মিয়া (১৮) এবং কেন্দ্রী গ্রামের রাকেশ (২০)। পুলিশ তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

অপরদিকে শুক্রবার মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক মকবুলকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ গোলাম দস্তগীর আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে চক্রটি ভারত হতে বাংলাদেশে মাদক সামগ্রী নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১শত ৯৫ বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: