cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের জকিগঞ্জে প্রায় ৪০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেটের চালান জ’ব্দ করেছে পু’লিশ। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা গাড়িসহ দুই যুবকে আ’ট’ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অ’ভিযান চালিয়ে ইয়াবার এ চালানসহ তাদের আ’ট’ক করা হয়।
আ’ট’ককৃতরা হলো- উপজে’লার খলাছড়া ইউপির কাপনা গ্রামের সাহাব উদ্দিনের ছে’লে রেহান উদ্দিন (৩৩) ও একই ইউপির দক্ষিণ ভূইয়ারমোড়া গ্রামের আব্দুস সালামের ছে’লে সিএনজি চালক বাবুল আহম’দ (২৯)।
জকিগঞ্জ থা’নার ওসি মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টায় একদল পু’লিশ নিয়ে জকিগঞ্জ ফায়ার স্টেশনের সামনে থেকে ১০হাজার পিস ইয়াবা সহ দুই জনকে আ’ট’ক করা হয়। আ’ট’ককৃতরা সি এন জি চালিত একটি অটো রিকশা করে এই ইয়াবা বিক্রির জন্য জকিগঞ্জের ঈদগাহ বাজার এলাকা থেকে কালিগন্জ নিয়ে যাওয়া হচ্ছিল। আ’ট’ককৃত ইয়াবার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।
আ’ট’ককৃতদের বি’রুদ্ধে মা’দক আইনে মা’মলা হয়েছে।তাদেরকে জে’ল হাজতে প্রেরণ করা হয়েছে।