সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটের সড়ক মেরামতে ৩১টি প্রকল্প অনুমোদন

ভ’য়াবহ ব’ন্যায় সিলেটের বিভিন্ন রাস্তা-ঘাট বিপর্যস্ত হয়ে পড়েছে। বিষয়টি সিলেট -১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর দৃষ্টি এড়ায়নি।

গণমানুষের এই ক’ষ্ট দ্রুত লাঘব করতে গত ২৫ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মােঃ তাজুল ইস’লাম, এম.পি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এম.পি-এর কাছে ডিও লেটার পাঠিয়ে ছিলেন পররাষ্টমন্ত্রী।

পরবর্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ৫ ও ৬ জুলাই সিলেট এবং সুনামগঞ্জে দুই দিনের সফরে আসেন। তিনি সরজমিনে সিলেট ও সুনামগঞ্জের ব’ন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন।

এরই প্রেক্ষিতে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সিলেট জোনের ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক মেরামত ও পুনর্বাসনের লক্ষ্যে ৬৩৫ কোটি ৬ লক্ষ ৯৫ হাজার টাকার ৩১টি প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।

এসব প্রকল্প বাস্তবায়ন হলে সিলেট অঞ্চলে সুন্দর এবং নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থার নবদিগন্তের সূচনা উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির বিশেষ নির্দেশনায় সার্বিক তত্ত্বাবধানে এসব প্রকল্প অনুমোদন করা হয় বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী জানিয়েছেন।

সড়কের সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর সভাপতিত্বতে সচিবালয়ের অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অ’তিরিক্ত সচিব মো. জাকির হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিকল্পনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ উইং এর অ’তিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, সিলেট জোনের অ’তিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রব্বে, অ’তিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদ, ময়মনসিংহ জোনের অ’তিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শওকত আলী, খুলনা জোনের অ’তিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, বরিশাল জোনের অ’তিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম আজাদ রহমান, ব্রিজ ম্যানেজমেন্ট উইং এর অ’তিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউত, টেকনিক্যাল সার্ভিসেস উইং এর অ’তিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে-
শেওলা-সুতারকান্দি সড়ক (জেড ২০১৪), সড়কটির কাজের দৈর্ঘ্য ৪.১৫৭ কিলোমিটার, আনুমানিক খরচ
৮ কোটি ৯৪ লক্ষ ৩ হাজার টাকা মাত্র।

গোবিন্দগঞ্জ- ছাতক-দোয়ারাবাজার সড়ক (জেড-২৮০২), সড়কটির কাজের দৈর্ঘ্য ১২ কিলোমিটার, আনুমানিক খরচ ২৮ কোটি ৭৬ লক্ষ ১৫ হাজার টাকা মাত্র।

রাজনগর-কুলাউড়া-জুড়ি-বড়লেখা-বিয়ানীবাজার শেওলা চারখাই সড়ক (আর ২৮১), সড়কটির কাজের দৈর্ঘ্য ২.৭০ কিলোমিটার, আনুমানিক খরচ ৩৫ কোটি ১১ লক্ষ ৬০ হাজার টাকা মাত্র।

বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী সড়ক সড়ক (আর-২২১), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৪.৪৪২ কিলোমিটার, আনুমানিক খরচ ৩৪ কোটি ৩৩ লক্ষ ৫৮ হাজার টাকা মাত্র।

শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ-নবীগঞ্জ-শেরপুর (আউশকান্দি) সড়ক (আর-২৪০), সড়কটির কাজের দৈর্ঘ্য ৪.১৯৬ কিলোমিটার, আনুমানিক খরচ ১৯ কোটি ১৬ লক্ষ ৮৪ হাজার টাকা মাত্র।

ঢাকা (কাচপুর) ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়ক (এন-২), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৩.১৪৭ কিলোমিটার, আনুমানিক খরচ ২৩ কোটি ৭ লক্ষ ১৬ হাজার টাকা মাত্র।

ঢাকা (কাচপুর) ভৈরব জগদীশপুর শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়ক (এন-২), সড়কটির কাজের দৈর্ঘ্য ২.০০৯ কিলোমিটার, আনুমানিক খরচ ১৩ কোটি ৫১ লক্ষ ৮১ হাজার টাকা মাত্র।

সিলেট-সুনামগঞ্জ সড়ক (আর-২৮০), সড়কটির কাজের দৈর্ঘ্য ৯ কিলোমিটার, আনুমানিক খরচ ২৩ কোটি ১৫ লক্ষ ৪৪ হাজার টাকা মাত্র।

সিলেট-সুনামগঞ্জ সড়ক (আর-২৮০), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৩.৩৬ কিলোমিটার, আনুমানিক খরচ ৩৭ কোটি ৩৩ লক্ষ ৫৪ হাজার টাকা মাত্র।

রাজনগর-কুলাউড়া-জুড়ি-বড়লেখা-বিয়ানীবাজার-শেওলা-চারখাই সড়ক (আর ২৮১), সড়কটির কাজের দৈর্ঘ্য ২৩.২০ কিলোমিটার, আনুমানিক খরচ ২৫ কোটি ৭৬ লক্ষ ৬৩ হাজার টাকা মাত্র।

হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরিগঞ্জ-শাল্লা সড়ক (জেড-২৪০৩), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৮ কিলোমিটার, আনুমানিক খরচ ২৫ কোটি ৬২ লক্ষ ৬ হাজার টাকা মাত্র।

ঢাকা (কাচপুর) ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়ক সড়ক (এন-২), সড়কটির কাজের দৈর্ঘ্য ০.৬৫০ কিলোমিটার, আনুমানিক খরচ ৩ কোটি ৬৫ লক্ষ ৪৯ হাজার টাকা মাত্র।

সিলেট-গো’লাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক (আর ২৫০), সড়কটির কাজের দৈর্ঘ্য ৮৭.৮৩ কিলোমিটার, আনুমানিক খরচ ২৬ কোটি ৪৩ লক্ষ ৩৩ হাজার টাকা মাত্র।

সিলেট-সুনামগঞ্জ-সড়ক (আর-২৮০), সড়কটির কাজের দৈর্ঘ্য ২.১ কিলোমিটার, আনুমানিক খরচ ১৯ কোটি ৮৭ লক্ষ ২৩ হাজার টাকা মাত্র।

ম’দনপুর-দিরাই-শাল্লা সড়ক (জেড-২৮০৭), সড়কটির কাজের দৈর্ঘ্য ২৬ কিলোমিটার, আনুমানিক খরচ ৩৫ কোটি ২৪ লক্ষ ৩৫ হাজার টাকা মাত্র।

জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক (আর-৩৭০), সড়কটির কাজের দৈর্ঘ্য ২.৫ কিলোমিটার, আনুমানিক খরচ ৯ কোটি ৪৭ লক্ষ ৪৭ হাজার টাকা মাত্র।

সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়ক (আর-২৮১১), সড়কটির কাজের দৈর্ঘ্য ৫.২১৮ কিলোমিটার, আনুমানিক খরচ ১৫ কোটি ৮৯ লক্ষ ৫০ হাজার টাকা মাত্র।

বানিয়াচং-নবীগঞ্জ সড়ক (জেড-২৪০৫), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৮ কিলোমিটার, আনুমানিক খরচ ২২ কোটি ১০ লক্ষ ৫ হাজার টাকা মাত্র।

কুলাউড়া-ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ উপজে’লা সংযোগ সড়ক (জেড ২৮২১), জুড়ী-ক্লিভডন-কুলাউড়া সড়ক (জেড ২৮২৪), কুলাউড়া-গাজীপুর-জুড়ী-সাগরনাল উপজে’লা সংযোগ সড়ক (জেড ২৮২৫), সড়কগুলোর কাজের দৈর্ঘ্য ৪৭.৩৮০ কিলোমিটার, আনুমানিক খরচ ৩৯ কোটি ৯২ লক্ষ ৬২ হাজার টাকা মাত্র।

দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক (জেড-২০১১), সড়কটির কাজের দৈর্ঘ্য ১১.০৯৫ কিলোমিটার, আনুমানিক খরচ ৪৩ কোটি ১১ লক্ষ ৪৩ হাজার টাকা মাত্র।

রাজনগর-কুলাউড়া-জুড়ি-বড়লেখা-বিয়ানীবাজার-শেওলা-চারখাই সড়ক (আর ২৮১), সড়কটির কাজের দৈর্ঘ্য ১২.৪১৮ কিলোমিটার, আনুমানিক খরচ ১৬ কোটি ১০ লক্ষ ৬৩ হাজার টাকা মাত্র।

সুনামগঞ্জ-কাচিরগাতি-বিশম্বরপুর সড়ক (জেড-২৮০৪), সড়কটির কাজের দৈর্ঘ্য ২.২৫ কিলোমিটার, আনুমানিক খরচ ৭ কোটি ২২ লক্ষ ৬৩ হাজার টাকা মাত্র।

পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি সড়ক (আর-২৪১), সড়কটির কাজের দৈর্ঘ্য ১.৭৪০ কিলোমিটার, আনুমানিক খরচ ১৩ কোটি ২৯ লক্ষ ৮২ হাজার টাকা মাত্র।

সারী-গোয়াইনঘাট সড়ক (জেড-২০১২), সড়কটির কাজের দৈর্ঘ্য ৮.২৫০ কিলোমিটার, আনুমানিক খরচ ৬ কোটি ৭৩ লক্ষ ৩৭ হাজার টাকা মাত্র।

রশিদপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়ক (জেড-২০১৬), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৩.১৬ কিলোমিটার, আনুমানিক খরচ ৮ কোটি ৮৩ লক্ষ ১০ হাজার টাকা মাত্র।

নিয়ামতপুর-তাহিরপুর সড়ক (জেড-২৮০৬), সড়কটির কাজের দৈর্ঘ্য ৯ কিলোমিটার, আনুমানিক খরচ ৩৯ কোটি ৮২ লক্ষ টাকা মাত্র।

কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক (জেড-২৮১০), সড়কটির কাজের দৈর্ঘ্য ৭.৯ কিলোমিটার, আনুমানিক খরচ ১০ কোটি ১০ লক্ষ ৯১ হাজার টাকা মাত্র।

ভাদেশ্বর-মীরগঞ্জ-মানিকোনা-ফেঞ্চুগঞ্জ সড়ক (জেড-২৮৩১), সড়কটির কাজের দৈর্ঘ্য ৬.১৭০ কিলোমিটার, আনুমানিক খরচ ৫ কোটি ৪৪ লক্ষ ২৪ হাজার টাকা মাত্র।

দাউদাবাদ-দাউদপুর-ভাদেশ্বর (ঢাকাদক্ষিণ) সড়ক (জেড-২৮৩২), সড়কটির কাজের দৈর্ঘ্য ৪.৭২১ কিলোমিটার, আনুমানিক খরচ ৪ কোটি ৮ লক্ষ ২০ হাজার টাকা মাত্র।

জুড়ি-লা’ঠিটিলা সড়ক (আর ২৮২), বড়লেখা-শাহবাজপুর-লাতু সড়ক (জেড ২৮১৫), শাহবাজপুর-দৌলতপুর সড়ক (জেড ২৮১৬), সড়কগুলোর কাজের দৈর্ঘ্য ২৭.৯০০ কিলোমিটার, আনুমানিক খরচ ১৭ কোটি ৬৪ লক্ষ ৬০ হাজার টাকা মাত্র।

চুনারুঘাট-আসামপাড়া-গাজিপুর ইউপি বাল্লা বিজিবি ক্যাম্প রোড (জেড-২০০৭), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৬.৬০২ কিলোমিটার, আনুমানিক খরচ ১৫ কোটি ২৭ লক্ষ ১৪ হাজার টাকা মাত্র।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: