সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নৌকার টিকিট চান সিলেটের চার নেতা

ওয়েছ খছরু: সিদ্ধান্তহীনতায় ভুগছেন শফিকুর রহমান চৌধুরী। তিনি সিলেট জে’লা আওয়ামী লীগের ভা’রপ্রাপ্ত সভাপতি। জে’লা পরিষদের চেয়ারম্যান পদে দলের মনোনয়ন চাইবেন কিনা- এ নিয়ে তার এই সিদ্ধান্তহীনতা।

সিলেট-২ আসনে ২০০৮ সালে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে পরাজিত করে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে যু’ক্তরাজ্যর রাজনীতি ছেড়ে সিলেটে অবস্থান করেন। সিলেট-২ আসনকে ঘিরেই শফিকুর রহমান চৌধুরীর ভোটের রাজনীতি। এলাকায় ২৪ ঘণ্টার রাজনীতিবিদ হিসেবে পরিচিত। হঠাৎ করেই জে’লা পরিষদমুখী হয়েছেন তিনি।

ঘনিষ্ঠজনদের দাবি- আর কতো অ’পেক্ষা। সিলেট-২ আসনে নৌকা নির্বাসিত। সেই সঙ্গে নির্বাসিত শফিকুর রহমান চৌধুরীও।

আগামীতে এ আসনে নৌকার প্রার্থী আসবে কিনা- সেটি নিশ্চিত নয়। এ কারণে জে’লা পরিষদ নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন তিনি। অন্যদিকে- জে’লা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানও এ পদে প্রার্থী। অনেক আগে থেকেই মাঠে। গুছিয়ে নিয়েছেন মাঠও। আগেই পেয়েছিলেন শফিকুর রহমান চৌধুরীর সম’র্থন।

মাঠ পর্যায়ে ভোটারের মতামতও গ্রহণ করেছেন। আশ্বা’স পেয়েছেন তাদের কাছ থেকেও। জানিয়েছেন- আজ-কালের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা’ও দেবেন। দলের কাছে চাইবেন সম’র্থন। প্রার্থী দিলে অবশ্যই অ’তীতের মতো জে’লা পরিষদে জয়ের ধারা বজায় রাখবে আওয়ামী লীগ। বিগত ইউপি, পৌর ও উপজে’লা নির্বাচনে আওয়ামী লীগের নেতারা প্রার্থী হয়ে ভোটের মাঠে বাজিমাত করেছেন। ফলে ভোটের হিসাবে সিলেট জে’লা পরিষদে এগিয়ে থাকবেন আওয়ামী লীগের প্রার্থী।

এ ছাড়া সিলেটে দলের ভেতরে বিভাজন নেই। নৌকার পক্ষে সবাই একাট্টা হয়ে মাঠে নামবেন। এ কারণে দলীয় সম’র্থন পেলে নাসির উদ্দিন খান জে’লা পরিষদ নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি দেখছেন। জে’লা আওয়ামী লীগের ভা’রপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী মানবজমিনকে বলেছেন, আমি সিলেট-২ আসনের ভোটের রাজনীতি থেকে কখনো সরে যাইনি। বরং ব’ন্যা, দুর্দিন, দু’র্যোগে সবসময় এলাকার মানুষের পাশে আছি। আমা’র প্রথম পছন্দের তালিকায় সিলেট-২ আসনই। জে’লা পরিষদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছেনি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে বোঝাপড়া করছি। বুঝেশুনে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানান।

সিলেট জে’লা আওয়ামী লীগে শফিক-নাসির জুটি অন্য যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী। তাদের নেতৃত্বে শুধু জে’লা নয়, সিলেট আওয়ামী লীগও ঐক্যবদ্ধ। জে’লা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তাদের দু’জনের মধ্যে ফাটল সৃষ্টি হলে সেটি হবে দুঃখজনক- তেমনটি জানিয়েছেন সিলেট জে’লা আওয়ামী লীগের নেতারা। ফলে শফিকুর রহমান চৌধুরী সিদ্ধান্তহীনতা থেকে সিদ্ধান্তে পৌঁছলে বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করা যাবে বলে জানিয়েছেন তারা।

এদিকে- সিলেট জে’লা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পেতে মুখিয়ে আছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি এখন ব্যাকফুটে। সাংগঠনিক সম্পাদক পদ হা’রানোর পর অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। তবে- সিলেট আওয়ামী লীগের রাজনীতিতে তিনি সক্রিয় রয়েছেন। সম্প্রতি তার কর্মকা’ণ্ডে গতি বাড়িয়েছেন।

জে’লা পরিষদের চেয়ারম্যান পদটিই তিনি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করছেন। মেয়রের চেয়ারের দিকেও চোখ তার। মিসবাহ সিরাজের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন- সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন সিনিয়র নেতা এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

সিলেট’কে ঘিরেই তার রাজনীতি। জে’লা পরিষদের কর্তৃত্ব আওয়ামী লীগের হাতেই। সিলেটের উন্নয়নে, মানুষের জন্য মিসবাহ সিরাজ জে’লা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন চান। দলীয় টিকিট পেতে তিনি লবিংও চালাচ্ছেন। তবে- টিকিট না পেলে তিনি প্রার্থী নাও হতে পারেন বলে জানিয়েছেন তারা।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরীও জে’লা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। তফসিল ঘোষণার পর থেকে তিনি মাঠে সরব। দলীয় ফোরামে মনোনয়ন চাইতে তিনি ঢাকায় অবস্থান করছেন। সিলেটের প্রয়াত মেয়র বদর উদ্দিন আহম’দ কা’ম’রানের ঘনিষ্ঠজন বলে ছিলেন বিজিত চৌধুরী।

কা’ম’রানের মৃ’ত্যুর পর অনেকটা একা হয়ে গেছেন। দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও এখনো তার ভাগ্যে জুটেনি বড় কোনো পদ। জে’লা ক্রীড়া সংস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিজিত চৌধুরী জানিয়েছেন- আমি আওয়ামী লীগের রাজনীতি করি। আওয়ামী লীগের কাছে দলীয় মনোনয়ন চাইবো। তবে- দিনশেষে দলের সিদ্ধান্ত চূড়ান্ত মেনেই সবাইকে রাজনীতি করতে হয়। আমিও তাই করি। তিনি জানান- জে’লা পরিষদ হচ্ছে তৃণমূল পর্যায়ে উন্নয়নের অন্যতম সেতুবন্ধন। উন্নয়নের ধারণা নিয়েই তিনি জে’লা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রস্তুতি শুরু করেছেন বলে জানান। সৌজন্যঃ মানবজমিন

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: