সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

“একটি লাশই তো”

জুয়েল সাদত : ভাবছিলাম! শাবি প্রসঙ্গে লিখব না। জাফর ইকবাল নানান ডাইমেনশনে লিখেছেন। সেই লেখাটাও একপেশে।। উনার থিওরি মানতে হবে।

গায়েবানা জানাজা করেন। অনেকেই অনেক সময়,লাশ সামনে না থাকলে,সেট সম্ভব। বা যদি লাশ পাওয়ার সম্ভাবনা কম।
কিন্তুু ছবির এই চিত্রনাট্য খুবই দুর্বল। এটা ধর্মের সাথে অপমানকর।। কেউ হয়ত? একটা লাশের জন্য্ উতলা, তাহলে খেলা ৯০ মিনিটের পরে গোল্ডেন টাইমে যাবে।।
লাশ তো পাওয়া যাচ্ছে না। তাই একটা ট্রায়াল চলছে।।
আগুনের মিছিল ও হয়েছে। দাবী পরিবর্তন হয়ে, ভিসিকে অপসারনে গেছে।।মাননীয় মন্ত্রী দিপু মনি কি বলেন, শুনলাম৷ তিনি আলোচনার জন্য যে কোন সময় রাজি। ” উনার কথা প্রাসঙ্গিক।।

আমাদের একজন রাষ্ট্র্রপতি আছেন / ছিলেন। যিনি রসিয়ে কথা বলেন৷ উনার কাছে একটি আবেদন গিয়েছিল। তিনি একটু ভুমিকা রাখতে পারতেন। তাদের ডাকতে পারতেন।। সমাধান সেই দিনই হত।

শফিউল আলম নাদেল ভাই আওয়ামী লীগের শীর্ষ নেতা তিনি জেলা নেতাদের নিয়ে শাবিতে গেলেন। তারা তেমন পাত্তা দিল না।

৩০০ শিক্ষক একাধিকবার কথা বলতে গেলেন, সেখানেও কাজ হল না। যে শিক্ষকরা পড়াবেন তাদের ৩০০ জনের মধ্যে কি ১০০ জন ও তাদের ভরসার পাত্র না।

কে কোথায় টাকা ঢালছে।। আল্লাহ জানেন। আমরা দেখছি ৯০ সালে প্রতিস্টিত হবার পর থেকে শাবি যে কোন কারনে উত্তপ্ত থাকে৷
অতীতে ডিসির বাসা পুরোটা আগুনে পুড়িয়ে ফেলতে দেখেছি।
শাবি “নামকরন বিরোধী আন্দোলন” নামে দেশ কাপাঁনো আন্দোলন আমরা নিরাশায় পরিনত হতে দেখেছি।
আলোচনা যারা করতে চায় না! তাদের জন্য্ কিছু বলার নেই।।
। যে শিক্ষকদের নামে স্লোগান দিচ্ছ, তাদের ক্লাসই নিতে হবে।। সরকার ৩০০ জন শিক্ষক তো চেঞ্চ করবেন না। হয়ত ভিসি অদল বদল হবে।।
আর সরকারও আলোচনা ছাড়া ভিসি চেঞ্চ করলে দেশের সব ভিসিকেই একই পরিনতি ভোগ করতে হবে।

একটি লাশই তো দরকার।।। সেটাও আল্লাহর হুকুম ছাড়া হ্চ্ছে না।।
বলতে পারেন? আমি কাকে সাপোর্ট করছি।।

“আমি আলোচনাতে বসার কথা বলছি’ । আর অপশক্তির লেগে থাকার গন্ধ পাচ্ছি।।

আল্লাহ সর্ব শক্তিমান।

তিনি সীমালঙ্গনকারীদের পছন্দ করেন না।

জুয়েল সাদাত / সংবাদকর্মী

ফ্লোরিডা

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: