cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
একই পরিবারের তিন প্রার্থী। নৌকার প্রার্থী সংসদ সদস্যের ছে’লে। স্বতন্ত্র দুই প্রার্থীর একজন এমপির ছোট ভাই, অ’পরজন ভাতিজি। এমন পরিস্থিতি উ’ত্তাপ ছড়াচ্ছে পাবনার বেড়া পৌরসভা’র নির্বাচনে। আছে সংসদ সদস্যের প্রভাব বিস্তারের অ’ভিযোগও। তিন আত্মীয়ের ভোটযু’দ্ধের সুযোগ নিতে মাঠ চষে বেড়াচ্ছেন অন্য দুই মেয়র প্রার্থী।
পাবনার বেড়া পৌরসভা’র নির্বাচনী মাঠ সরগরম। নৌকা প্রার্থী আসিফ শামস চালাচ্ছেন জো’র প্রচার। বর্তমান মেয়র আবদুল বাতেন স্বতন্ত্র হয়ে ল’ড়ছেন এই পৌরসভায়। বিরামহীন গণসংযোগে ব্যস্ত তিনিও। বসে নেই স্বতন্ত্র আরেক মেয়র প্রার্থী সাদিয়া আলমও।
একই পৌরসভায় এই তিন প্রার্থী নিয়ে আলোচনার শেষ নেই। কারণ তিন জন একই পরিবারের। নৌকার প্রার্থী স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছে’লে, স্বতন্ত্র প্রার্থী বাতেন, টুকুর ছোট ভাই, আর সাদিয়া টুকুর ভাতিজি, অর্থাৎ বড় ভাইয়ের মে’য়ে। শুধু মাঠের ল’ড়াইয়ে নয় চরম বাকযু’দ্ধও চলছে এই তিন আত্মীয়ের মধ্যে।
একই পরিবারের তিন জনের ল’ড়াইয়ের সুযোগ নিতে চান ভোটের মাঠে থাকা মেয়রপ্রার্থী অন্য দুজন। স্থানীয় সংসদ সদস্য তার ছে’লের পক্ষে অবস্থান নিয়ে প্রভাব বিস্তার করছেন, স্বতন্ত্র মেয়র প্রার্থীদের এমন অ’ভিযোগের পরিপ্রেক্ষিতে পাবনা জে’লা সিনিয়র নির্বাচন কর্মক’র্তা মাহবুবুর রহমান জানালেন, আইন প্রয়োগ করে সবার সমান সুযোগ নিশ্চিত করবেন তারা। প্রসঙ্গত বেড়া পৌরসভা নির্বাচনের ভোট ২৮ নভেম্বর।