cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
রাজশাহীতে ডিবি পু’লিশ পরিচয়ে এক চিকিৎসকের কাছে থেকে ৯৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তিন প্রতারক। এ ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রে’প্তার করেছে পু’লিশ।
সোমবার (১৮ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে তথ্য প্রযু’ক্তির সহায়তায় প্রতারক দুই সহোদরকে তাদের বাড়ি থেকে গ্রে’প্তার করে পু’লিশ।
গ্রে’প্তাররা হলেন-নগরীর রাজপাড়া থা’নার লক্ষীপুর মিঠুর মোড় এলাকার এ কে এম মোতাহারুল ইস’লামের ছে’লে মো. ফয়সাল আহমেদ (৩৮) ও মো. তাসফিন আহমেদ (৩৩)। তারা ভুক্তভোগী ডা. মো. আজিজুল হক আব্দুল্লাহর স্ত্রী’র বড় বোনের ছে’লে।
বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পু’লিশের (আরএমপি) অ’তিরিক্ত সহকারী পু’লিশ কমিশনার ও আএমপির নগর মুখপাত্র গো’লাম রুহুল কুদ্দুস।
এজহারের বরাত দিয়ে তিনি জানান, আত্মীয়তা ও বিশ্বস্ততার সূত্র ধরে তাসফিন, ফয়সাল ও ফয়সালের ভায়রা মো. রুবেল সরকার রাসেল (৩৩) পরিকল্পনা করে ডা. আজিজুল হককে হাই’কোর্টের ভু’য়া দু’র্নীতি দমন মা’মলার কাগজ ও আয়করের ভু’য়া কাগজ দেখান। এছাড়া রুবেল নিজেকে ডিবি পু’লিশ ও ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দেন। এভাবে ভ’য় দেখিয়ে চলতি বছরের ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯৫ লাখ টাকা হাতিয়ে নেন তারা।
তিনি আরও জানান, প্রতারক চক্রের সদস্যরা পর্যায়ক্রমে টাকাগুলো নেয়ার সময় ডা. আজিজুল হককে জানায়, দু’র্নীতি দমন ব্যুরো, আয়কর বিভাগ এবং হাই’কোর্টের রায়ের বিষয়ে কাগজ বের হতে সময় লাগবে। তাই এ বিষয়ে কারো সঙ্গে কথা বলা যাবে না। কেউ জানলে তার ও তার পরিবারের যে কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও ভ’য়-ভীতি দেখান তারা। পরবর্তীতে তাদের আচরণে স’ন্দেহ হওয়ায় ডা. আজিজুল হক খোঁজ নিয়ে জানতে পারেন হাই’কোর্টে দু’র্নীতি ও আয়করের মা’মলা’টি ভু’য়া। আ’সামিরা প্রতারণা করে তার কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
পু’লিশের এই কর্মক’র্তা আরও জানান, আ’ট’কের পর জিজ্ঞাসাবাদে দুই আ’সামি ঘটনার সঙ্গে জ’ড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মা’মলায় সকালে আ’দালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অ’পর পলাতক আ’সামিকেও গ্রে’প্তারের চেষ্টা চলছে।