cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ওয়েছ খছরু : সিলেটে চোখ রাঙাচ্ছে অ’প’রাধীরা। পরপর দুটি ঘটনায় ভ’য় ঢুকেছে সিলেটের মানুষের মনে। এরমধ্যে একটি হচ্ছে; দুর্ধ’র্ষ ডা’কাতি ও অ’পরটি হচ্ছে নিরাপত্তাকর্মীকে জি’ম্মি করে ব্যাংকের বুথ থেকে টাকা লুট। এরমধ্যে ডা’কাতির ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ডা’কাতকে পি’টিয়ে মে’রেছে। তবে- ব্যাংকের বুথ লুটে জ’ড়িত অ’প’রাধীদের গতকাল বিকাল পর্যন্ত পু’লিশ গ্রে’প্তার করতে পারেনি। করো’নাকালীন গত দুই বছরের মধ্যে সিলেটে এ ধরনের ঘটনা ঘটেনি। অ’প’রাধমূলক কর্মকা’ণ্ড কম ছিল। কিন্তু হঠাৎ করে এই দু’টি ঘটনায় আতঙ্ক আর ভ’য় বিরাজ করছে সিলেটের মানুষের মনে।
তবে- বসে নেই পু’লিশ। ঘটনার পর থেকে অ’ভিযান শুরু করেছে সিলেট জে’লা পু’লিশ। এরইমধ্যে তারা ডা’কাতির ঘটনার সঙ্গে জ’ড়িতদের গ্রে’প্তার শুরু করেছে। করো’নাকালে সিলেটে অ’প’রাধ পরিস্থিতি অবনতি হওয়ার শ’ঙ্কা ছিল। সীমান্ত এলাকার মানুষ অভাব-অনটনে পড়ার কারণে চু’রি বৃদ্ধি পেয়েছিলো। পরে ইজারাকৃত বালু মহাল কেন্দ্রিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লকডাউনের পর সিলেটের পরিস্থিতি ভালো ছিল।
কিন্তু গত রোববার ভোররাতে সিলেটে পরপর দু’টি ঘটনা ঘটে। গো’লাপগঞ্জে ঘটে ডা’কাতি ও ওসমানীনগরের প্রবেশমুখ শেরপুরে ঘটে ব্যাংকের বুথ লুটের ঘটনা। দু’টি ঘটনায়ই অনেকটা প্রকাশ্যে। গত রোববার ভোররাতে সশস্ত্র ডা’কাতদল ঢাকা দক্ষিণের সেন পরিবারের বাড়িতে হানা দেয়। ডা’কাতরা বাড়ির ভেতরে ঢুকে অ’স্ত্রের মুখে সবাইকে জি’ম্মি করে ফেলে। একপর্যায়ে পরিবারের ক’র্তা জ্ঞান সেনের ছে’লে দুলাল সেন বাধা দিলে তাকে বেধড়ক মা’রধর করা হয়।
একপর্যায়ে ডা’কাতরা গোটা বাড়ি লুট করে। ডা’কাতির ঘটনার সময় স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে ডা’কাতরা পশ্চিম দত্তরাইল গ্রামের জামে ম’সজিদের ই’মামের কক্ষে অবস্থান নেয়। তারা ই’মামকে অ’স্ত্রের মুখে জি’ম্মি করে ঘরে অবস্থান করার সময় কৌশলে ই’মাম বিষয়টি স্থানীয়দের অবগত করেন। খবর পেয়ে গ্রামের লোকজন ম’সজিদে ই’মামের কক্ষে থাকা ডা’কাতদের ঘেরাও করলে একপর্যায়ে ডা’কাতরা আগ্নেয়াস্ত্র দিয়ে গু’লি ছুড়ে। ডা’কাতদের ছোড়া গু’লিতে ৫-৬ জন গ্রামবাসী গু’লিবিদ্ধ হন।
স্থানীয়রা জানিয়েছেন- ডা’কাতরা গু’লি ছুড়লে এলাকার লোকজন আরও বেশি বিক্ষুব্ধ হন। পরে তারা ডা’কাতদের ধাওয়া করেন। এ সময় তারা গোয়াইনঘাটে বাড়ি আরিফ নামের এক ডা’কাতকে ধরে গণপি’টুনি দেয়। জনতার গণপি’টুনিতে সে মা’রা যায়। ওই সময় অন্যরা পালিয়ে যায়। এদিকে- ঘটনার পর গু’লিবিদ্ধ ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে ভর্তি করা হয়েছে। এদিকে জ্ঞান সেনের পুত্র দুলাল সেন সাংবাদিকদের জানিয়েছেন- ডা’কাতরা পরিবারের সকল সদস্যদের অ’স্ত্রের মুখে জি’ম্মি করে ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, ক্যামেরা, ১ হাজার কানাডিয়ান ডলার, ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। ডা’কাতরা তাকে বেধড়ক মা’রধর করেছে বলেও তিনি স্বীকার করেন।
গো’লাপগঞ্জ থা’নার মোহাম্ম’দ হারুনুর রশীদ চৌধুরী জানিয়েছেন- স্থানীয়দের গণপি’টুনিতে এক ডা’কাত নি’হত হয়েছে। ডা’কাতির কাজে ব্যবহৃত অ’স্ত্র ও মালামাল উ’দ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া বাকি ডা’কাতদের গ্রে’প্তারে করতে পু’লিশের অ’ভিযান অব্যাহত রয়েছে। গো’লাপগঞ্জ থা’নার এস আই ফয়জুল করিম জানিয়েছেন- ডা’কাতির ঘটনায় সুহেল আহম’দ নামের এক ডা’কাতকে গোয়াইনঘাট থা’না পু’লিশ সেখানকার ডৌবাড়ি এলাকা থেকে তাকে গ্রে’প্তার করা হয়েছে। একই রাতে ওসমানীনগর উপজে’লার শেরপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে অ’স্ত্রের মুখে জি’ম্মি করে বুথ থেকে প্রায় ২৪ লাখ টাকা লুট করেছে ডা’কাতরা।
ভোরে উপজে’লার শেরপুরের নতুন বাজার এলাকায় ইউনাইটেড কমা’র্শিয়াল ব্যাংক লিমিটেডের এটিএম বুথে এই ঘটনা ঘটে বলে ব্যাংকের কর্মক’র্তারা জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছে- ওইদিন ভোরে একদল ডা’কাত শেরপুর নতুন বাজারে ইউনিস মা’র্কে’টের নিচতলায় ব্যাংকটির ফার্স্ট ট্র্যাক এটিএম বুথে যায়। এ সময় ডা’কাতরা বুথের নিরাপত্তাকর্মীকে অ’স্ত্রের মুখে বেঁধে রেখে বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার টাকা লুট করে। খবর পেয়ে সকালে ওসমানীনগর থা’না পু’লিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউনাইটেড কমা’র্শিয়াল ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন জানিয়েছেন- ‘টুপি ও মাস্ক পরে ৪ ব্যক্তি বুথে ঢুকে নিরাপত্তকর্মীকে জি’ম্মি করে বুথ ভেঙে টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আম’রা থা’নায় অ’ভিযোগ দিয়েছি।’ এ ঘটনায় এলাকায় আতঙ্ক নেমে এসেছে। শেরপুরসহ আশপাশ এলাকার লোকজন জানিয়েছেন- প্রায় সময় পার্শ্ববর্তী মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকার ডা’কাতরা হঠাৎ এসে ডা’কাতির ঘটনা ঘটায়। বিশেষ করে বর্ষা কিংবা শীত মৌসুমে ডা’কাতির প্রবণতা বেড়ে যায়। অন্য জে’লায় ডা’কাতরা অবস্থান করে। সিলেটে ঘটনা ঘটানোর কারণে অনেক সময় ডা’কাতরা ধ’রা পড়ে না।
সিলেট জে’লা পু’লিশের অ’তিরিক্ত পু’লিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানিয়েছেন- ব্যাংক লুট’কারীদের গ্রে’প্তার করতে পু’লিশের অ’ভিযান অব্যাহত রয়েছে। অ’প’রাধীরা গ্রে’প্তার হলে তাদের গ্যাং স’ম্পর্কে অবগত হওয়া যাবে। এরপর আইনিভাবে তাদের বি’রুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান- ব্যাংকের বুথ লুটের ঘটনায় মা’মলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।