cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের বিশ্বনাথে প্রিয়াংকা রানী নাথ ওরফে সঙ্গী (২২) নামের এক কলেজছা’ত্রী গলায় ওড়না ও দরজার পর্দা পেঁচিয়ে আত্মহ’ত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি উপজে’লার অলংকারী ইউনিয়নের রামাইচক রহিমপুর গ্রামের নরউত্তম দেবনাথের মে’য়ে ও সিলেটের ম’দন মোহন কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছা’ত্রী।
বুধবার (১৮ আগস্ট) রাতে নিজ কক্ষের ছাদে ব্যবহৃত বাঁশের সঙ্গে ওড়না ও দরজার পর্দা পেঁচিয়ে আত্মহ’ত্যা করেন। একপর্যায়ে তার পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উ’দ্ধার করেন। ততক্ষণে নিষ্প্রা’ণ হয়ে যায় প্রিয়াংকার দেহ।
খবর পেয়ে বিশ্বনাথ থা’নার পু’লিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লা’শ ময়নাত’দন্তের জন্যে ওই রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের ম’র্গে পাঠায়।
তবে কেন, কী’ কারণে আত্মহ’ত্যার পথ বেছে নিলেন প্রিয়াংকা- এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তার পরিবারের কেউ। এ ঘটনায় কলেজছা’ত্রীর ভাই সুজন দেবনাথ বুধবার রাতে থা’নায় একটি অ’পমৃ’ত্যু মা’মলা করেছেন।
স্থানীয় সূত্র জানায়, পড়ালেখার পাশাপাশি চাকরির মাধ্যমে সংসার পরিচালনা করতেন প্রিয়াংকা। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।
আত্মহ’ত্যার বিষয়ে জানতে প্রিয়াংকার ভাই সুজন দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে অ’পারগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। লা’শ উ’দ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের ম’র্গে পাঠানো হয়েছে। ময়নাত’দন্তের প্রতিবেদন ও আমাদের নিজস্ব ত’দন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।