cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
চাঁদপুরে জয় ঘোষ (২৪) নামে এক কলেজছাত্র ফেসবুক লাইভে এসে আত্মহ’ত্যার হু’মকি দিয়ে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৩ আগস্ট) বিকালে ফেসবুক লাইভের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ জয় ঘোষ চাঁদপুর পুরান বাজারের ঘোষপাড়ার সম্ভু নাথ ঘোষের ছে’লে। তিনি চাঁদপুর সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্সে পড়ছেন। জয় রোটার্যাক্ট ক্লাবের সদস্য।
ফেসবুক লাইভে এসে জয় বলেন, ‘সবাই ভালো থাকবেন। কালকে একটা ভিডিও দেখে উদ্বুদ্ধ হলাম। দেখি কোনও একটা গাড়ি ধরে চাঁদে যাওয়া যায় কিনা? যদি ট্যুর শেষে বাড়িতে আসি, সবাই মিলে পোক করতে পারবেন- এই ছে’লের কাছে এটি আশা করিনি।’
দ্বিতীয় দফায় আবারও ফেসবুক লাইভে এসে ১৮ মিনিট ধরে অনেক কথা বলেন জয়। তিনি বলেন, ‘এভাবে লাইভে আসার কথা ছিল না। ট্রাভেল নিয়ে অনেক পরিকল্পনা ছিল। কিন্তু হলো না। সবাইকে খুব মিস করবো।’
জয় আরও বলেন, ‘আমা’র এক ছে’লে বন্ধুর সঙ্গে খুব ভালো স’ম্পর্ক ছিল। কয়েকদিন আগে তার ছোট একটা কারণে আমি খুব ক্ষতিগ্রস্ত হই। তবে তাকে আমি কিছুই বলিনি। কিছুদিন আগে সে আমাকে বলে, একটা আইফোন দেবে। ভালো থাকুক সব বন্ধু।’
জয় ঘোষের বাবা শম্ভু নাথ ঘোষ বলেন, ‘জয় আমা’র তিন ছে’লের মধ্যে মেজো। ভ্রমণপিপাসু জয় চাঁদপুর সেন্ট্রাল রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি। সে লাইভে আসার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে নিখোঁজ হয়। আম’রা তাকে নিয়ে দুশ্চিন্তায় আছি।’
জয় ঘোষের মা চিনু ঘোষ বলেন, ‘সকালে বের হয়েছিল জয়। বিকালে ফেসবুকে আবোলতাবোল কথা বলে নিখোঁজ হয়। তার ফোনও বন্ধ। কেউ যদি তার খোঁজ পেলে এই মোবাইল (০১৯১০৭১০০৫৬) নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।’
এ বিষয়ে চাঁদপুর মডেল থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মোহাম্ম’দ হারুনুর রশিদ বলেন, জয়ের স্বজনরা বিষয়টি আমাকে জানানোর পর মোবাইল নম্বর ট্র্যাকিং করে তার অবস্থান পাই শাহরাস্তির রাড়া এলাকায়। এটি তাদের জানিয়েছি। তার নম্বরের লোকেশন বের করে দিয়েছি। তারপরও আম’রা তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছি।