cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
রাজশাহীর বাঘায় ইমো হ্যাক করে প্রবাসীদের অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিনজনকে গ্রে’প্তার করা হয়েছে।
রেব-৫ নাটোর ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাতে উপজে’লার মীরগঞ্জ এলাকায় অ’ভিযান চালিয়ে তাদের গ্রে’প্তার করে।
তারা হলেন— বাঘার ভানুকর গ্রামের মৃ’ত আবুল হোসেনের ছে’লে আনোয়ার হোসেন (২৪), আলী আশরাফের ছে’লে শান্ত হক (২৩) এবং মোহদীপুর গ্রামের মৃ’ত খেলাফত মণ্ডলের ছে’লে সুরমান আলী (৪৩)।
তাদের কাছ থেকে চার লাখ ৮২ হাজার ৩২২ টাকা, ১৪টি মোবাইল ফোন এবং ৩২টি সিমকার্ড জ’ব্দ করা হয়েছে।
এক সংবাদ বি’জ্ঞপ্তিতে রেব এ তথ্য জানিয়েছে। রেব জানায়, এ নিয়ে থা’নায় মা’মলাও করা হয়েছে।
বাঘা থা’নার ওসি সাজ্জাদ হোসেন জানান, বাঘায় এ ধরনের প্রতারক চক্র আছে। তারা ইমোর মাধ্যমে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে। একপর্যায়ে কৌশলে তারা ইমোর পাসওয়ার্ড হাতিয়ে নেয়। আর প্রবাসীরা এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। ইমো হ্যাক হয়ে যাওয়ায় এ টাকাও প্রতারকরা তুলে নিতে পারে। এই চক্রের কয়েকজন গ্রে’প্তার হয়েছে। অন্য সদস্যদের পু’লিশও গ্রে’প্তারের চেষ্টা করছে।