cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ফরিদপুরের নগরকান্দায় উপজে’লা ছাত্রলীগের সভাপতি চয়ন কুমা’র মণ্ডলকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ছাত্রদল নেতা থেকে এক লাফে ছাত্রলীগের সভাপতি পদে অধিষ্ঠিত হওয়ায় তাকে নিয়ে চলছে তর্ক-বিতর্ক। ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় একজনকে ছাত্রলীগের মতো সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় জে’লা কমিটির নেতৃবৃন্দকে নিয়েও চলছে নানা সমালোচনা।
চয়নের সঙ্গে রাজনীতি করা অনেকেই বলেছেন, পড়াশোনার সূত্র ধরে চয়ন পাশের ভাঙ্গা কলেজ শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যু’ক্ত ছিলেন। হঠাৎ করেই নিজ এলাকা নগরকান্দায় ছাত্রলীগের সভাপতি হওয়ায় সবাই অ’বাক হয়েছেন।
জানা গেছে, চয়ন কুমা’র মণ্ডল ভাঙ্গা সরকারি কে এম কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের অনার্সের শিক্ষার্থী। সে কে এম কলেজের ছাত্রদলের কমিটির যুগ্ম আহবায়ক হিসাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে চয়ন ছিলেন প্রথম সারিতে। চলতি বছরের ৩০ এপ্রিল ছাত্রদলের ঘোষিত কমিটিতে ১২নং যুগ্ম আহবায়ক করা হয় চয়ন কুমা’র মন্ডলকে। অ’ভিযোগ রয়েছে, কলেজ ছাত্রদলের কমিটিতে থাকার তথ্য গো’পন করে জে’লা ছাত্রলীগের নেতাদের বি’ভ্রান্ত করে সে নগরকান্দা ছাত্রলীগের সভাপতি হয়েছেন। চয়নকে সভাপতি করায় নগরকান্দা ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
শুধু তথ্য গো’পনই নয়, চয়নের নামে নগরকান্দা থা’নায় চু’রি, মা’রধর, হ’ত্যাচেষ্টা, নাশকতাসহ কয়েকটি মা’মলা রয়েছে বলে জানা গেছে।
ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ এপ্রিল ফরিদপুর জে’লা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনানা হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস ২১ সদস্য বিশিষ্ট ভাঙ্গা কে এম কলেজ ছাত্রদলের একটি আহবায়ক কমিটির অনুমোদন দেন। সেই কমিটিতে ১২নং যুগ্ম আহবায়ক হিসাবে চয়ন কুমা’র মণ্ডলের নাম রয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা কে এম কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক হামিদুর রহমান জানান, চয়ন ভাঙ্গা কলেজের প্রভাষক রঞ্জিত কুমা’র মণ্ডলের ভাতিজা। সেই সুবাদে তাকে রাজনীতিতে এনেছি। সে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ও সরব ছিল। হঠাৎ জানতে পারলাম চয়ন ছাত্রলীগের সভাপতি হয়েছে। এতে আম’রা বিস্মিত হয়েছি। চয়ন ছাত্রদল থেকে পদত্যাগ করেনি কিংবা তাকে অব্যাহতিও দেওয়া হয়নি।
এদিকে, গত ৩১ জুলাই নগরকান্দা উপজে’লা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেন ফরিদপুর জে’লা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই কমিটিতে সভাপতি হিসাবে চয়ন কুমা’র মণ্ডলের নাম ঘোষণা করা হয়।
এ বিষয়ে চয়ন কুমা’র মণ্ডল বলেন, তার বি’রুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, আমি আজীবন ছাত্রলীগ করেছি। আমি ও ছাত্রদলের চয়ন এক ব্যক্তি নই। আমি ভাঙ্গা কে এম কলেজে পড়ালেখা করি। সেখানে ছাত্রদলের চয়ন কুমা’র মণ্ডল নামে কেউ আছে তা আমা’র জানা নেই।
এ বিষয়ে ছাত্রদলের জে’লা কমিটির সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস বলেন, চয়ন কুমা’র মণ্ডল ছাত্রদলের রাজনীতির সঙ্গে জ’ড়িত। সে যদি ছাত্রলীগের পদ পেয়ে থাকে তাহলে আম’রা তার বি’রুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।
জে’লা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, চয়ন ছাত্রলীগের কর্মকা’ণ্ডে সক্রিয় ছিলো না। তবে তাকে সভাপতি করার বিষয়ে উপরের নির্দেশ ছিল বলেই তাকে সভাপতি করা হয়েছে। তবে সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জ’ড়িত ছিল কিনা তা আমা’র জানা নেই।