cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বগুড়ার শাজাহানপুরে কোলের দুই শি’শুপুত্রকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেছেন মা। পরে শি’শু দুটিকে উ’দ্ধার করে স্বজনদের হাতে তুলে দেয় স্থানীয়রা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজে’লার আড়িয়া বাজার এলাকায় এমন ঘটনা ঘটে।
ওই বাজারের দোকানদার রিপন আহমেদ জানান, তার দোকানের সামনে ছয় বছর ও ছয় মাস বয়সী দুই শি’শুপুত্রকে কোলে নিয়ে এক নারীকে ঘোরাঘুরি করতে দেখেন। এর কিছুক্ষণ পর শি’শু দুটিকে রাস্তার পাশে কাঁদতে দেখে আশপাশের লোকজন ভিড় করে। পরে জানা যায়, শি’শু দুটির মা তাদের ফেলে পালিয়েছেন। জানাজানি হওয়ার পর শি’শু দুটির পরিচয় পাওয়া গেলে স্বজনদের খবর দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য মুরাদ কোরাইশী জানান, স্বজনদের খবর দেওয়া হয়ে শি’শুদের দাদা এসে তাদের বাড়ি নিয়ে যান। তারা শাজাহানপুর উপজে’লার আম’রুল ইউনিয়নের ফুলকোট দক্ষিণপাড়ার রঞ্জিত প্রামানিকের সন্তান।
শি’শুর দাদা অমূল্য প্রামানিক জানান, ১০ বছর আগে নওগাঁ জে’লার আত্রাই থা’নার মনোয়ারী গ্রামে তার ছে’লে রঞ্জিতের বিয়ে হয়। বর্তমানে তার ছে’লে ঢাকায় এক পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে স্ত্রী’ ও সন্তান নিয়ে বসবাস করেন। পারিবারিক কলহের জের ধরে কাউকে কিছু না বলে ছে’লের বউ দুই শি’শুপুত্রকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। পরে ছে’লে ঢাকা থেকে বাড়ি এসে স্ত্রী’ ও সন্তানকে না পেয়ে শ্বশুড়বাড়িতে তাদের আনতে যান। কিন্তু তার স্ত্রী’ না এসে সেখানে তাকে অ’পমান করে। এ নিয়ে সেখানে সালিসও হয়।
এদিকে ঢাকায় পোশাক কারখানা খোলার খবর পেয়ে আজ শনিবার সকালে ছে’লে ঢাকার উদ্দেশে রওনা হন। এর মধ্যে খবর পান তার দুই নাতিকে তার মা রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাতি দুটিকে বাড়ি নিয়ে আসেন এবং ছে’লেকে বিষয়টি জানান। ছে’লের বউয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।