সিলেটের জৈন্তাপুর এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক পু’লিশ সদস্য নি’হত হয়েছেন। সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে জৈন্তাপুর উপজে’লার চিকনাগুল এলাকায় এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে নি’হত লা’শ ঘটনাস্থল থেকে উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য সিলে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতা’লে পাঠায় পু’লিশ।
জানা যায়, নি’হত পু’লিশ সদস্যের নাম পলা’শ গোয়ালা (৩০)। তিনি জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কর্ম’রত ছিলেন। হবিগঞ্জ জে’লার বাহুবল থা’নার রামপুর চা বাগানের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের জৈন্তাপুর থা’নার ওসি গো’লাম দস্তগীর আহম’দ জানান, নি’হত পু’লিশ কনস্টেবল পলা’শ জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কর্ম’রত ছিলেন। সোমবার রাতে চিকনগুল এলাকায় ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নি’হত হন। পরে পু’লিশ তার লা’শ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে পাঠায়। চালকসহ অন্যরা পালিয়ে গেলেও এসময় ঘটনাস্থল থেকে ট্রাক আ’ট’ক করা হয়। নি’হতের ময়নাত’দন্ত শেষে তার পরিবারের কাছে লা’শ হস্তান্ত করা হবে।