cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের গোয়াইনঘাটে এক রিক্সা চালককে মা’রধরের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তে’জনা বিরাজ করছে। সং’ঘর্ষে জড়ানোর জন্য উভ’য় গ্রামের কয়েক শ’ লোক মুখোমুখি হলে পু’লিশ ফাঁকা গু’লি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো দুই গ্রামের মধ্যে উত্তে’জনা বিরাজ করছে বলে জানা গেছে। রবিবার (২৭ জুন) সকালে গোয়াইনঘাট উপজে’লার গোয়াইন গ্রামের পশ্চিম ম’সজিদ সংলগ্ন মাঠে গোয়াইন ও সতি গ্রামের লোকজনের মধ্যে সং’ঘর্ষের এই প্রস্তুতি চলছিল।
জানা গেছে, গত শনিবার (২৬জুন) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজে’লার লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামের মনির উদ্দিনের ছে’লে রিকশা চালক হারুন রশিদকে গোয়াইন বাজারে পশ্চিম জাফলং ইউনিয়নের গোয়াইন গ্রামের এর এক লোক মা’রধর করেন।
এর জের ধরে রবিবার ( ২৭ জুন) সকালে সতি গ্রামের কয়েকশ’ লোক দেশীয় অ’স্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গোয়াইন গ্রামের পশ্চিম ম’সজিদ সংলগ্ন মাঠে অবস্থান নেয়। খবর পেয়ে গোয়াইন গ্রামের শতাধিক লোকজনও দেশীয় অ’স্ত্র নিয়ে ওই মাঠে যান। উভ’য় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সং’ঘর্ষের আশ’ঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থা’না পু’লিশ ঘটনাস্থলে উপস্থি হয়ে প্রথমে উভ’য় পক্ষকে নিজ নিজ গ্রামে ফিরে যাওয়ার আহ্বান জানায়। কিন্তু তাতে কাজ না হওয়ায় পু’লিশ ৭ রাউন্ড ফাঁকা গু’লি ছুড়ে উভ’য় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভ’য় গ্রামের লোকজন নিজ নিজ গ্রামে সং’ঘর্ষের প্রস্তুতি নিয়ে আছেন।
এব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পু’লিশ সুপার প্রবাস কুমা’র সিংহ বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গোয়াইনঘাটের সতি গ্রাম ও গোয়াইন গ্রামের মধ্যে সং’ঘর্ষ ঘটতে যাচ্ছিল। খবর পেয়ে থা’নার ওসি আবদুল আহাদ একদল পু’লিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও সং’ঘর্ষ রোধ করতে সক্ষম হন। পরিস্থিতি স্বাভাবিক করতে পু’লিশকে ৭ রাউন্ড ফাঁকা গু’লি ছুঁড়তে হয়েছে।