cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে চলছে ট্রাফিক পক্ষ। এ উপলক্ষে গত ১৬ জুন থেকে মহানগরে চলছে ট্রাফিক পু’লিশের বিশেষ অ’ভিযান। এ সময় গাড়ির বৈধ কাগজ না থাকলে হচ্ছে মা’মলা, পাশাপাশি যানবাহন আ’ট’কের পরা রেকার করা হচ্ছে।
গত ৯ দিনে ১৬৭১ মা’মলা ও ১০৯৭টি গাড়ী আ’ট’ক করেছে ট্রাফিক পু’লিশ।
বৃহস্পতিবার (২৪ জুন) ট্রাফিক পক্ষের নবম দিনে অ’ভিযান চালিয়ে ১৪৪ মা’মলা এবং ৮৮টি যানবাহন আ’ট’ক করা হয়েছে।
অ’ভিযানে সিলেট মেট্রোপলিটন পু’লিশের ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট হু’মায়ুন রশীদ চত্বর, মধুবন পয়েন্ট, শেখঘাট পয়েন্ট, শি’বগঞ্জ পয়েন্ট এবং ওভা’র ব্রীজের নিচে চেকপোস্টসহ ট্রাফিক বিভাগের কুইক রেসপন্স টিম বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত ট্রাফিক পু’লিশ কর্তৃক সিএনজি ৬৩টি, মোটরসাইকেল ৬১টি, প্রাইভেট কার ১৪টি ও অন্যান্য যানবাহনে ৬টি মা’মলাসহ মোট ১৪৪টি মা’মলা দেওয়া হয় এবং সিএনজি ১১টি, মোটরসাইকেল ৪৬টি, প্রাইভেট কার ৮টি এবং অন্যান্য যানবাহনে ২৩টি সহ মোট ৮৮টি গাড়ি আ’ট’ক করা হয়।