সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জকিগঞ্জ থেকে ডাকাত দলের ৪ সদস্য আটক

সিলেটের জকিগঞ্জ থেকে ডা’কাত দলের ৪ জনকে আ’ট’ক করেছে পু’লিশ। শুক্রবার (১৮জুন) পৃথক পৃথক অ’ভিযান চালিয়ে বিয়ানীবাজার-জকিগঞ্জ-কানাইঘাট সীমান্ত এলাকা থেকে তাদেরকে আ’ট’ক করা হয়।

শনিবার (১৯জুন) সিলেট জে’লা পু’লিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জে’লা পু’লিশ সুপার মোহাম্ম’দ ফরিদ উদ্দিন জানান।

পু’লিশ জানায়, জকিগঞ্জ থা’নাধীন সুলতানপুর ইউনিয়নের অর্ন্তগত ছয়ঘরী গ্রামের মনােয়ারা বেগমের বাড়িতে গত ৪ জুন দিবাগত রাত দেড়টার দিকে সময় ৮/৯ সদস্যের ডা’কাত দল বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ, ঘনর্লিংকার ও মােবাইলসহ প্রায় ৮ লাখ ৫৬ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ৫ জুন অ’ভিযোগকারী মনােয়ারা বেগম কর্তৃক জকিগঞ্জ থা’নায় লিখিত অ’ভিযােগ দায়েরের প্রেক্ষিতে জকিগঞ্জ থা’নার মা’মলা নং-২ তারিখ-০৫-০৬-২০২১ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়।

ঘটনাটি সিলেট জে’লার পু’লিশ সুপার মােহাম্ম’দ ফরিদ উদ্দিন পিপিএম এর নজরে আসলে তিনি ঘটনায় জড়িত ডা’কাতদের গ্রে’প্তারের জন্য জকিগঞ্জ থা’নার অফিসার ইনচার্জ মাে.আবুল কাসেমকে নির্দেশনা প্রদান করেন।

এরই প্রেক্ষিতে অফিসার ইনচার্জ ডা’কাত গ্রে’প্তারে সাড়াশি অ’ভিযান পরিচালনার লক্ষ্যে একাধিক টিম গঠন করেন।

বিয়ানীবাজার-জকিগঞ্জ-কানাইঘাট সীমান্তে ডা’কাত দলের সদস্যরা আত্মগােপন করে।

তথ্য প্রযু’ক্তির সহায়তায় ডা’কাতদলের সদস্যদের অবস্থান নিশ্চিত হয়ে জকিগঞ্জ সার্কেলের অ’তিরিক্ত পু’লিশ সুপার জাকির হােসাইনের নেতৃত্বে গত শুক্রবার জকিগঞ্জ থা’নার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অ’ভিযান চালিয়ে ৪জনকে আ’ট’ক করা হয়।

গ্রে’প্তারকৃত চালিয়ে জকিগঞ্জের বারঠাকুরী উত্তরভাগের আ: রহিমের ছে’লে হাছন আহম’দ ওরফে হাছন (২৯), বালাউটের শি’ব্বির আহম’দের ছে’লে জুনেদ আহম’দ (২২), কাশিরচকের জামাল আহম’দের ছে’লে রমজান আলী ওরফে রমজান (২৫), প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে ডা’কাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল ক্রয়কারি মােগলাবাজার থা’নার কিষনপুর গােটাটিকরের মৃ’ত নিপেন্দ্র কর্মকারের ছে’লে দিলীপ কর্মকার (৫০)।

পবরর্তীতে ডা’কাতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের তাদের হেফাজতে থাকা মােবাইল ফোনসহ অন্যান্য মালামাল উ’দ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: