cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সম্পত্তি বিক্রির সময় যু’ক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি ছোট শহরে পানি সরবরাহের টাওয়ার ভুলক্রমে বিক্রি হয়ে যায়। গত এপ্রিলে এক ব্যবসায়ী মিউনিসিপ্যাল কর্পোরেশনের মালিকানাধীনর একটি ভবন ৫৫ হাজার ডলারে কিনে নেন। জিম বানাতে কিনে নিয়ে ভবনটি বুঝে নিতে গেলে কর্তৃপক্ষ ববি রেডকে জানানো হয় তিনি পানির টাওয়ারটি কিনেছেন।
শহরবাসী ভাগ্যবান, কেননা ববি রেড টাওয়ারটি ফেরত দিতে ইচ্ছুক ছিলেন। নথিপত্রে দেখা গেছে তিনি গত মাসে এক ওয়ারেন্টি চুক্তিতে টাওয়ারটি ব্রুকসভিলে কর্তৃপক্ষকে ফিরিয়ে দিয়েছেন। সাড়ে আট হাজার মানুষের শহরটি টাম্পা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
শহরটির কাউন্সিল সদস্য ব্লেক বেল বলেন, জানি না এখানে দায় কার। আম’রা কাউন্সিল সদস্য আর নির্ভর করি শহর ব্যবস্থাপকের উপর। আম’রা ধারণা করতে পারি এই বিপত্তি তার অবহেলায় ঘটেছে।
শহর ব্যবস্থাপক মা’র্ক কাটনি এই ঘটনার জন্য বাজে আইনি বর্ণনাকে দায়ী করেছেন। দুর্ঘ’টনাক্রমে এই বিক্রির জন্য শহরটির উন্নয়ন সংস্থার পরিচালক পদত্যাগ করেছেন। কাটনি বলেন, আম’রা মানুষ। আম’রা কখনও কখনও ভুল করে ফেলি।