cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
শ্রেণিকক্ষ খুলে পরিষ্কার করতে বলায় ময়মসিংহের গফরগাঁওয়ে প্রধান শিক্ষককে পে’টালেন দপ্তরী। শুধু পি’টিয়েই থেমে যাননি অ’ভিযু’ক্ত ব্যক্তি, পরিবারের লোকজন ডেকে অকথ্য ভাষায় করেছেন গালাগালি। প্রকাশ্যে এমন মা’রধরের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই নারী শিক্ষক।
ঘটনা বৃহস্পতিবার দুপুরের। ময়মনসিংহের গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলুফা খানম স্কুলে ডাকেন দপ্তরি রাকিবকে। বলেন, শ্রেণিকক্ষ পরিষ্কার করতে। কারণ দীর্ঘ বন্ধে কক্ষগুলোতে পড়ে গেছে ধুলার আস্তরণ।
দপ্তরি রাকিব সরাসরি ক্লাসরুম পরিষ্কার করতে অ’পারগতা জানান। বন্ধে কোনোরকম কাজ করতে পারবে না বলে সাফ উত্তর দেন। অ’ভিযোগ, এক কথা দু’ কথা হতে হতে স্কুলের মাঠেই প্রধান শিক্ষক নীলুফাকে মা’রধর করেন দপ্তরি। এসময় রাকিবের ভাই এসেও গালমন্দ করেন নীলুফাকে।
প্রকাশ্যে মা’রধরের ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত প্রধান শিক্ষক নিলুফা। প্রতিক্রিয়া জানানোর সময় অ’পমানে কা’ন্না করে ফেলেন। বলেন, সে আমাকে মা’রার জন্য খু’ন্তি নিয়ে আসে। অন্যরা বাধা দেয়ায় স্কুলের মাঠে আমা’র মা’থায় সজো’রে ঘুষি মা’রে। আমি হেড মিস্ট্রেস, আমাকে এভাবে মা’রতে পারে সে!
রাকিবের বি’রুদ্ধে মা’দকসেবনের অ’ভিযোগ তুলে তিনি বলেন, সে নিয়মিত গাঁজা, ইয়াবা সেবন করে। কিছু করতে বললে ক্ষেপে উঠে।
ঘটনার সময় আশপাশের লোকজন দপ্তরি রাকিবকে আ’ট’কালে বড় ধরনের দুর্ঘ’টনার হাত থেকে রক্ষা পান প্রধান শিক্ষক। এ ঘটনায় থা’নায় অ’ভিযোগ দিয়েছেন মা’রধরের শিকার শিক্ষক। পু’লিশ বলছে, তারা দ্রুতই ব্যবস্থা নেবে।
গফরগাঁও পাগলা থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা রাশেদুজ্জামান বলেন, এ ঘটনার কথা জেনেছি। শিক্ষা কর্মক’র্তাদের কাছে থেকে অ’ভিযোগ পেলে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।