cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ইস’রায়েলের ওপর অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা আরোপের একটি সংসদীয় প্রস্তাবে সম’র্থন দিয়েছে আয়ারল্যান্ড। এতে দেশটিতে নিযু’ক্ত ইস’রায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের কথাও রয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার আইরিশ আইনপ্রণেতাদের অনেকেই ফিলি’স্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ফিলি’স্তিনের পতাকা বা চেকার্ড কেফায়া নকশার মাস্ক পরে সংসদে গিয়েছিলেন।
এদিন আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভেনি বলেছেন, বিরোধী দল সিন ফেইনের আনা প্রস্তাবটি আয়ারল্যান্ডজুড়ে অনুভূতির গভীরতার সুস্পষ্ট সংকেত।
এ প্রস্তাব পাসের মাধ্যমে আয়ারল্যান্ডই হবে ইস’রায়েলের সঙ্গে স’ম্পর্কযু’ক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ, যারা ইস’রায়েলি দখলদারিত্বের বি’রুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে।
ফিলি’স্তিনি ভূমিতে ইস’রায়েলিদের বসতি স্থাপন প্রসঙ্গেও স্পষ্ট মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
তার মতে, ‘এটি কার্যত আত্মসাৎ’। ফিলি’স্তিনি ভূমিতে ইস’রায়েলের দখলদারিত্ব নিয়ে ইউরোপীয় নেতাদের মুখে ‘আত্মসাৎ’ শব্দের উচ্চারণ এটিই প্রথম বলে মনে করা হচ্ছে।
বর্তমানে দখলদার ইস’রায়েল ও ফিলি’স্তিনের ইস’লামী প্রতিরোধ আ’ন্দোলনহা,মাসের মধ্যে যু’দ্ধবিরতি চলছে। এবারের যু’দ্ধ চলাকালে বিশ্বের অনেক শহরের মতো আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনেও ফিলি’স্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বি’ক্ষোভ করেছেন হাজারো মানুষ।