cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ফেসবুকে ভু’য়া আইডি খুলে নিজেকে পাইলট হিসেবে পরিচয় দিতেন ফিরোজ আলম। এই পরিচয়ে তিনি একাধিক তরুণীর সঙ্গে প্রে’মের স’ম্পর্ক গড়ে তুলেছিলেন। শুধু প্রে’মই নয় তরুণীদের কাছ থেকে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা।
এভাবে সাইবার প্রতারণা করেও এতদিন ধ’রা-ছোঁয়ার বাইরে ছিলেন। তবে শেষরক্ষা হয়নি। টেলিভিশনের এক সংবাদ পাঠিকার সঙ্গে একইরকম প্রতারণার অ’ভিযোগে রোববার রাতে রংপুর থেকে তাকে গ্রে’প্তার করা হয়েছে। পু’লিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রা’ইম (সিটিটিসি) ইউনিটের সাইবার অ’প’রাধ ত’দন্ত বিভাগ এ অ’ভিযান চালায়।
সাইবার অ’প’রাধ ত’দন্ত বিভাগের অ’তিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইস’লাম বলেন, গ্রে’প্তার যুবক ফারাবি ইস’লাম শাওন নামে ফেসবুকে ভু’য়া আইডি খুলে প্রতারণা করে আসছিলেন। তিনি মে’য়েদের সঙ্গে স’ম্পর্ক গড়ার পর নানাভাবে জি’ম্মি করে টাকা হাতিয়ে নিতেন।
রসায়নবিদ্যায় গ্রাজুয়েশন সম্পন্ন করলেও নিজের মেধাকে তিনি ভালো কাজে লাগাননি। বরং সাইবার প্রতারণায় দক্ষ হয়ে উঠেছিলেন। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। সম্প্রতি জনপ্রিয় একটি টিভি চ্যানেলের এক সংবাদ পাঠিকা তার প্রতারণার ফাঁদে পরেন। তার অ’ভিযোগের ভিত্তিতেই ত’দন্ত শুরু করে সিটিটিসি। একপর্যায়ে প্রযু’ক্তির সহায়তায় তাকে গ্রে’প্তার করা হয়। এ ঘটনায় আদাবর থা’নায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মা’মলা হয়েছে।
ভুক্তভোগী নারী পু’লিশকে জানান, ফেসবুকে দেড় বছর আগে ফিরোজের সঙ্গে পরিচয় হয়। এ পর্যন্ত বাবার চিকিৎসার প্রয়োজনসহ নানা কারণ দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। প্রথম’দিকে তার প্রতারণার বিষয়ে কিছুই বুঝতে পারেননি ওই নারী। সাম্প্রতিক নানা ঘটনায় বিষয়টি স্পষ্ট হওয়ার পর তিনি মা’মলা করেন।