সর্বশেষ আপডেট : ৪১ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী-কে দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত সাহিত্য পুরস্কার প্রদান

সম্প্রতি অনুষ্ঠিত স্রোত সাহিত্য সংস্কৃতি উৎসবে কথাসাহিত্যিক বিমল চক্রবর্তীকে দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত সাহিত্য পুরস্কার ২০২১ তুলে দেওয়া হয়।

হালাইমুড়া , কুমারঘাট, ত্রিপুরায় (স্রোত কর্ণধার গোবিন্দ ধরের বাসভবন ) উক্ত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কথাকার দেবব্রত দেব । এবছর দক্ষিণারঞ্জন ধর স্মৃতি সাহিত্য পুরষ্কার প্রদান করা হয় কথাশিল্পী বিমল চক্রবর্তীকে ।

বিমলদার জীবনের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে বিশদে আলোচনা করেন কথাসাহিত্যিক শ্যামল বৈদ্য ।

এছাড়াও উপস্থিত ছিলেন সর্বশ্রী অপাংশু দেবনাথ শ্যামোতৎপল বিশ্বাস শ্যামলকান্তি দে গোপালচন্দ্র দাস অমলকান্তি চন্দ রণ্জিত চক্রবর্তী সঞ্জীব দে বিল্লাল হোসেন জহর দেবনাথ নিশীথরঞ্জন পাল অনিতা ভট্টাচার্য নিনারা বেগম যোগমায়া গোস্বামী আলালউদ্দিন সহ একঝাঁক কবি সাহিত্যিক ।বিজন বোসের হাত ধরে মলাট উন্মোচিত হল কবি যোগমায়া গোস্বামী সম্পাদিত ‘অন্যকাল’ লিটল ম্যাগাজিনের প্রথমবর্ষ প্রথম সংখ্যা । এক আনন্দঘন দিন কাটালো গল্প কবিতায় গান আড্ডায়।

স্রোত সাহিত্য উৎসব ২০২১ আয়োজক স্রোত পরিবারের কর্ণধার ও সদস্যরা কবি গোবিন্দ ধর,সুমিতা পাল ধর পদ্মশ্রী মজুমদার গৌরব ও গৈরিকা ধরের নিজ বাড়িতে।উপস্থিত ছিলেন গল্পকার বিমল চক্রবর্তী,দেবব্রত দেব,শ্যামল বৈদ্য,জহর দেবনাথ,শ্যামল দে,শ্যামোৎপল বিশ্বাস,কবি অপাংশু দেবনাথ,বিল্লাল হোসেন,সঞ্জীব দে,মৃণালকান্তি ভট্টাচার্য,বিজন বোস,গোপালচন্দ্র দাস,নিশিতরঞ্জন পাল,রঞ্জিত চক্রবর্তী,অনিতা ভট্টাচার্য,আলাল উদ্দিন,যোগমায়া গোস্বামী,কাজী নিনারা বেগম(স্ব-পরিবার) ও রামাঙ্গাদা দার্লং।উৎসবে দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মান ২০২১ পেলেন বিমল চক্রবর্তী মহোদয় গল্পকার দেবব্রত দেব তুলে দেন তুলে দেওয়া হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উৎসবে আগত কবি গল্পকার প্রাবন্ধিকরা আলোচনা,গল্প,কবিতা পাঠ করেন। সঙ্গীত পরিবেশন করেন আঞ্চলিক শিল্পীদের সাথে কবি অনিতা ভট্টাচার্য ও গৈরিকা ধর। কবিতা আবৃত্তির সাথে সাথে রিয়াং শিল্পীরা মনোমুগ্ধকর হজাগিরি নৃত্য পরিবেশন করেন।উৎসব উঠোন ছোট্ট হলেও খুব সুন্দরভাবেই সম্পন্ন হয় ২৩শে জানুয়ারী ২০২১এর স্রোত সাহিত্য উৎসব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: