সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কক্সবাজারের মতো ভোলাগঞ্জও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেবে : মন্ত্রী ইমরান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলন করতে দেওয়া যায় না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে হবে। তাই এখন কোয়ারী থেকে পাথর উত্তোলনের দিন শেষ, পর্যটনেট দিন শুরু। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শুক্রবার সাংবাদিকদের একথা বলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

এ সময় মন্ত্রী আরো বলেন, আমার স্বপ্ন কক্সবাজারের মতো আমাদের ভোলাগঞ্জও একদিন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেবে। বেকার পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদিন রোদেপুড়ে বৃষ্টিতে ভিজে যে টাকা উপার্যন করত তারা পর্যটকদের কাছে চা ও বাদাম বিক্রি করলেও সেই টাকা উপার্যন করতে পারবে।

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কোম্পানীগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করেছেন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।

সকাল ৯টায় ইমরান আহমদ কারিগরি কলেজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ইমরান আহমদ। ১০টায় বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন করেন। ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। একই সময়ে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে ভোলাগঞ্জ গ্রামে মরহুম ফারুক চেয়ারম্যানের বাড়িতে মধ্যমধ্যাহ্ন ভোজে অংশ নেন। সবশেষে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করে ফেরার পথে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছিরের বাড়িতে ওঠেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে মন্ত্রীর সাথে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলী দুলাল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আলী আমজদ, সাধারণ সম্পাদক মোঃ আপ্তাব আলী কালা মিয়া, জেলা পরিষদের সদস্য মোঃ জয়নাল আবেদীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ রফিকুল হক, হুমায়ুন কবীর মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, অখিল বিশ্বাস, মোঃ ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল ওদুদ আলফু মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া,, উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন, দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান রোকন, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কুটি মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান রানা, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, যুবলীগ নেতা তজব আলী, জুয়েল আহমদ, রসিক আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাবুদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: