cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটে আরও ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের এমএজি ওসমানী হাসপাতাল ও শাবি ল্যাবের পৃথক নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
আজ বুধবার (২৬ আগস্ট) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়। অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান ‘আজ (বুধবার) হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত সবাই সিলেট জেলার বাসিন্দা।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, ‘শাবির ল্যাবে বুধবার ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেটে ২১ জন, সুনামগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১৭ জন ও ২৪ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৩৪৫ জন। এদের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ৫ হাজার ৪৭৭ জনে, সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৯৭০ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪৭৮ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৪২০ জন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৮৩ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৩১ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ২০ জন মারা গেছেন।
সিলেট বিভাগে ৭ হাজার ১১৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৭০২ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ৯৫৫ এবং মৌলভীবাজার জেলায় ৯২৩ জন। করোনা আক্রান্ত ১৩৩ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর মধ্যে সিলেট জেলায় ৬৮ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ৪১ জন এবং মৌলভীবাজারে ১৬ জন।