সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ৫ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার : ৮ দফা দাবিতে সিলেট রেলপথ অবরোধ কর্মসূচি পালিত

কুলাউড়া প্রতিনিধি ::

সিলেটের রেলপথে ২টি নতুন ট্রেন চালুসহ ৮দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
শনিবার (১নভেম্বর) সকাল ১০টা থেকে কুলাউড়া জংশন স্টেশনে অবরোধ কর্মসূচি শুরু হয়। আন্দোলন কর্মসূচি সফল করতে সকাল থেকেই লোকজন লাল পতাকা হাতে নিয়ে কুলাউড়া রেলওয়ে স্টেশনে জড়ো হতে থাকেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন তাঁরা। অবরোধের কারণে চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ও সিলেটগামী পারাবত এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারী প্রতিনিধিদের বৈঠকে দাবি পূরণের আশ্বাসে দুপুর ২টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। দুপুর সাড়ে ১২টার দিকে কুলাউড়া রেলওয়ে রেস্ট হাউসে আন্দোলনকারী নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে রেল সচিবের পক্ষে তিন সদস্যের প্রতিনিধি দলের এক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মহব্বত জান চৌধুরী, ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কুলাউড়া থানার ওসি ওমর ফারুক, কুলাউড়া রেলের ট্রাফিক ইন্সপেক্টর শাহাজান পাটোয়ারী।
৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের প্রধান সমন্বয়ক আজিজুল ইসলাম ও মূখ্য সমন্বয়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান জানান, বৈঠকে রেলের কর্মকর্তারা সিলেটের সকল আন্তঃনগর ট্রেনে ২টি করে বগি সংযোজন ও ট্রেনে উন্নত ইঞ্জিন স্থাপনের কথা বলেছেন। আযমপুর স্টেশনের পর অন্য স্টেশনে পারাবত ও কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বন্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন। ডিসেম্বর মাসের মধ্যে বন্ধ রেলস্টেশন চালু ও সিলেট-আখাউড়া সেকশনে ২টি লোকাল ট্রেন চালু করা হবে। আগামী ৭২ঘন্টার মধ্যে কুলাউড়া থেকে সিলেট রেল স্টেশন পর্যন্ত আন্তঃনগর পারাবত ৪০টি আসন বৃদ্ধি এবং পরবর্তিতে উপবন ও কালনীতে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে। সিলেট-আখাউড়া রেলপথ সংস্কারে ১হাজার ৭৩৯কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া ২০২৬সালের জানুয়ারি মাসের মধ্যে সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু হবে।

অবরোধ কর্মসূচিতে ৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের মূখ্য সমন্বয়ক এম আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক এমপি ও জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাছ খান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজা, জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপি নেতা রেদওয়ান খাঁন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুল লতিফ, ইসলামী আন্দোলনের জেলা কমিটির সেক্রেটারী মাওলানা আব্দুল কুদ্দুস, জাসদ নেতা আব্দুল হান্নান, সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ, মু. ইমাদ উদ-দীন, মোক্তাদির হোসেন, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, পরিবহন শ্রমিক নেতা ইসলাম উদ্দিন জ্ঞানী, আলমাছ পারভেজ তালুকদার প্রমুখ।
এক পর্যায়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে তিনি বলেন, সিলেট বিভাগ রেল, সড়ক যোগাযোগসহ নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এর বিরুদ্ধে কুলাউড়ার পাশাপাশি সিলেটের মানুষও জেগে উঠেছেন। রেলের ৮দফা দাবি যৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না।
আন্দোলনের প্রধান সমন্বয়ক আজিজুল ইসলাম জানান, ৮দফা দাবিতে রেলপথ অবরোধের অংশ হিসেবে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী রাজধাণীর মগবাজার রেলগেটে অবরোধ কর্মসূচি পালন করেন। এছাড়াও সিলেট, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমশেরনগর, টিলাগাঁওসহ সিলেটের বিভিন্ন রেলস্টেশনে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

৮দফা দাবিগুলো হলো-ঢাকা-সিলেট রেলপথে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালুসহ সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু করা, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ, আখাউড়া-সিলেট সেকশনে লোকাল ট্রেন চালু করা, আখাউড়া-সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চাল করা, কুলাউড়া জংশন ও শ্রীমঙ্গল স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি করা, সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রাবিরতি প্রত্যাহার করা, সিলেটের সঙ্গে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত এবং যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।
কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. রোমান আহমদ জানান, অবরোধের কারণে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে ১০টায় ছেড়ে যাবার কথা থাকলেও বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় দুপুর আড়াইটার দিকে কুলাউড়া স্টেশনে পৌঁছে। অন্যদিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন কুলাউড়া থেকে সকাল সাড়ে ১১টায় যাবার কথা থাকলেও দুপুর আড়াইটার দিকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: